নতুন দিল্লি, ১৪ নভেম্বর: অবশেষে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) প্রধান হতে রাজি হয়েছেন প্রাক্তন ক্রিকটার ভিভিএস লক্ষ্মণ (VVX Laxman)। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) প্রাক্তন ক্রিকেটারকে রাজি করাতে সক্ষম হয়েছে বলে সূত্র জানিয়েছে।
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর লক্ষ্মণকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। তবে, পরে বলা হয়েছিল যে প্রাক্তন ব্যাটার দায়িত্ব নিতে চাইছেন না। তবে বিসিসিআই কর্তারা দুবাইয়ে তাঁর সঙ্গে বৈঠক করার পর এখন তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। আরও পড়ুন: Arjuna Award: অর্জুন পুরস্কারে সম্মানিত ক্রিকেটার শিখর ধাওয়ান, দেখুন ভিডিয়ো
সূত্র বলেছে, "কিছু সমস্যা ছিল এবং এটি সমাধান করা হয়েছে। বোর্ড তাঁকে দায়িত্ব দিতে চেয়েছিল। দ্রাবিড়ের জায়গায় আসার জন্য তিনিই সঠিক ব্যক্তি" জানা গিয়েছে যে ধারাভাষ্যকাররে পেশা ছেড়ে দিতে রাজি হয়েছেন লক্ষ্মণ। ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক ছাড়াও আইপিএল টিম সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর তিনি। তবে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নেওয়ার জন্য তিনি সব ছেড়ে দেবেন।