হকি বিশ্বকাপ ২০২৩-এ শীর্ষস্থানের চারটি দল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড ও বেলজিয়াম শিরোপার খোঁজ অব্যাহত। বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা জার্মানির। দু'বার চ্যাম্পিয়ন হওয়া জার্মানি ২০১০ সালের পর প্রথমবারের মতো শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেমিফাইনালে ওঠার পথটাও সবচেয়ে কঠিন ছিল জার্মানদের। পুলে দ্বিতীয় হওয়ায় ক্রসওভার খেলতে হয়েছে তাঁদের। অন্যদিকে, সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়া জার্মানির বিপক্ষে শুরুটা একটু ফেভারিট হিসেবেই নামবে।
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম জার্মানি সেমিফাইনাল, হকি বিশ্বকাপের ম্যাচ?
২৭ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) অস্ট্রেলিয়া বনাম জার্মানি সেমিফাইনাল, হকি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে অস্ট্রেলিয়া বনাম জার্মানি সেমিফাইনাল, হকি বিশ্বকাপে ম্যাচ?
হকি বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম জার্মানি সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়
কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?
২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)
কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?
(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।
Semi-finals are upon us ⌛
Get ready for two monumental matches coming your way.#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #HockeyWorldCup2023 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @Media_SAI @IndiaSports @DHB_hockey @Kookaburras @oranjehockey @BELRedLions pic.twitter.com/ALmsdTjzgj
— Hockey India (@TheHockeyIndia) January 27, 2023