বার্মিংহ্যাম, ১১ জুন: বিশ্বকাপের (ICC World Cup 2019) ফাইনালে উঠল আয়োজক দেশ ইংল্যান্ড (England)। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)-কে অনায়াসে ১০৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে চূড়ান্ত খেতাবি লড়াইয়ে উঠলেন ইয়ন মর্গ্যানের দল। রবিবার লর্ডসে ফাইনালে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড, যারাই জিতুক বাইশ গজের দুনিয়া নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে।
এর আগে বিশ্বকাপে তিনবার ফাইনালে খেলে একবারও কাপ জেতেনি ইংল্যান্ড। অন্যদিকে, গত বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলতে নেমে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল কিউইরা। ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারের ২৭ বছর পর, ফের বিশ্বকাপের ফাইনালে খেলবে ইংল্যান্ড। আরও পড়ুন-বিরাট কোহলিদের বিদায়ে খুশি হয়ে পাকিস্তানে এখন যা চলছে
Neither England or New Zealand have won the Men's Cricket World Cup before. We're going to have a new world champion on Sunday. #CWC19 | #BackTheBlackCaps | #WeAreEngland pic.twitter.com/4CiZMoqcNJ
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019
আজ একেবারে চ্যাম্পিয়নের মত ইংল্যান্ড। প্রথমে ইংরেজ বোলাররা দুরন্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ২২৩ রানে অল আউট করেন। ক্রিস ওকস থেকে জোফ্রে আর্চার, আদিল রশিদরা দারুণ বল করেন। তারপর কঠিন পিচে রান তাড়া করতে নেমে মাত্র ৩২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। দারুণ ব্যাটিং করেন জেসন রয় (৮৫)। প্রথম উইকেটে ১২৪ রান তুলে রয়-জনি বেয়ারস্টো ইংল্য়ান্ডের জয় কার্যত নিশ্চিত করেছিলেন।
ENGLAND ARE THROUGH TO THE WORLD CUP FINAL! #CWC19 pic.twitter.com/TAbBOODhjM
— Cricket World Cup (@cricketworldcup) July 11, 2019
বাকি কাজটা সেরে দেন জো রুট (৪৯ অপরাজিত), ইয়ন মর্গ্যান (৪৫)। ম্যাকগ্রা-র রেকর্ড ভেঙে একটা বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েও হেরে ফিরতে হল মিচেল স্টার্ককে। সব বিভাগেই অজিদের হারিয়ে লিগ পর্যায়ে হারের প্রতিশোধ তুলে ফাইনালে উঠলেন মর্গ্যান-রুট-স্টোকসরা। টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে নেমে নিজেদের ফর্মের ওপর সুবিচার করে ফাইনালে খেলল ইংল্যান্ড।