আগেই বলা হয়েছিল ভারতের যে সব কেন্দ্র বিশ্বকাপের ম্য়াচ হবে সেখানে চলতি মরসুমে টিম ইন্ডিয়া দ্বিপাক্ষিক সিরিজের কোনও খেলা হবে না। বিসিসিআই দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের যে সূচি প্রকাশ করল, তাতে দেখা হল সেটাই হল। বিশ্বকাপে ম্যাচ না পাওয়া কেন্দ্রগুলিতেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজের খেলার আয়োজনের দায়িত্ব দেওয়া হল। দেশের মাটিতে গুরুত্বপূর্ণ দুটি সিরিজে ওয়াংখেড়ে, ইডেন গার্ডেন্স কিংবা চিপকের মত মাঠে টিম ইন্ডিয়াকে খেলতে দেখা যাবে না।
তার বদলে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ ও আগামী বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ম্যাচগুলি হবে মোহালি, গুয়াহাটি, ইন্দোর, রাঁচির মত কেন্দ্রে। বিশ্বকাপের ম্যাচ না পেয়ে বোর্ডের ওপর ক্ষুব্ধ ছিল পঞ্জাব ক্রিকেট সংস্থা) (মোহালি), কেরল ক্রিকেট সংস্থা (তিরুবন্ততপুরম)-রা। তাদের ক্ষোভ কমাতেই অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ড সিরিজের খেলা দেওয়া হল।
বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজ খেলবেন রোহিত শর্মারা। ২২ সেপ্টেম্বর থেকে মোহালিতে শুরু হবে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ। অজিদের বিরুদ্ধ ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ ইন্দোর ও রাজকোটে। বিশ্বকাপের পর নভেম্বরে ফের অস্ট্রেলিয়া ভারতে এসে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। অজিদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু ২৬ নভেম্বর, ভাইজাগে। সিরিজের বাকি ম্যাচগুলি হবে তিরুবন্ততপুরম (২৬ নভেম্বর), গুয়াহাটি (২৮ নভেম্বর), নাগপুর (১ ডিসেম্বর) ও হায়দরাবাদে (৩ জানুয়ারি)। আরও পড়ুন-হরমনপ্রীত কৌরকে দু'ম্যাচ নির্বাসন আইসিসি-র, সঙ্গে কড়া সতর্কতাও
কোন কেন্দ্রে কটা ম্যাচ হচ্ছে
Venues in the home season of Indian team 2023-24:
Hyderabad - 1 Test + 1 T20
Mohali - 1 ODI + 1 T20
Indore - 1 ODI + 1 T20
Rajkot - 1 Test + 1 ODI
Vizag - 1 Test + 1 T20
Ranchi - 1 Test
Dharmasala - 1 Test
Kerala - 1 T20
Guwahati - 1 T20
Nagpur - 1 T20
Bengaluru - 1 T20 pic.twitter.com/WJu3Igqz6w
— Johns. (@CricCrazyJohns) July 25, 2023
এরপর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত পাঁচ ম্য়াচের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে হায়দরাবাদে,ভাইজাগ, রাজকোট, রাঁচি ও ধরমশালায়। হায়দরাবাদে গ্রুপের তিনটি খেলা হলেও, চারমিনারের রাজ্যে টিম ইন্ডিয়া কোনও ম্যাচ খেলবে না। যার ক্ষতিপূরণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি টোয়েন্টি ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটা আয়োজন করবে হায়দরাবাদ।
প্রসঙ্গত, চলতি বছর অক্টোবরে ভারতে বসতে চলেছে ৫০ ওভারের ফর্ম্য়াটের বিশ্বকাপ। দেশের মোট দশটি শহরে হবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্য়াচ, ভারত-পাকিস্তান দ্বৈরথ ও ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দুটি সেমিফাইনাল হবে কলকাতা ও মুম্বইতে। এ ছাড়া টিম ইন্ডিয়া গ্রুপের ম্য়াচগুলি খেলবে মুম্বই, কলকাতা,দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুণে, লখনৌ, ধর্মশালা। টিম ইন্ডিয়া বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি:
(Australia tour of India 2023)
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে - ২২ সেপ্টেম্বর, মোহালি
দ্বিতীয় ওয়ানডে - ২৪ সেপ্টেম্বর, ইন্দোর
তৃতীয় ওয়ানডে - ২৭ সেপ্টেম্বর, রাজকোট
টি-২০ সিরিজ:
প্রথম টি-২০: ২৩ নভেম্বর, ভাইজাগ
দ্বিতীয় টি-২০: ২৬ নভেম্বর, তিরুবন্ততপুরম
তৃতীয় টি-২০: ২৮ নভেম্বর, গুয়াহাটি
চতুর্থ টি-২০: ১ ডিসেম্বর, নাগপুর
পঞ্চম টি-২০: ৩ ডিসেম্বর, হায়দরাবাদ
আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের সূচি:
প্রথম টি-২০: ১১ জানুয়ারি, মোহালি
দ্বিতীয় টি-২০: ১৪ জানুয়ারি, ইন্দোর
তৃতীয় টি-২০: ১৭ জানুয়ারি, বেঙ্গালুরু
আগামী বছর ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট: ২৫ জানুয়ারি থেকে, হায়দরাবাদে
দ্বিতীয় টেস্ট: ২ ফেব্রুয়ারি থেকে ভাইজাগে
তৃতীয় টেস্ট: ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে
চতুর্থ টেস্ট: ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে
পঞ্চম টেস্ট: ৭ মার্চ থেকে ধরমশালায়