Australia Cricket Team. (Photo Credits: ICC/Twitter)

ব্রিসবেন,১১ ডিসেম্বর: অ্যাসেজ সিরিজের  (Ashes Test Series 2021-22) প্রথম টেস্টে সহজই জিতল অস্ট্রেলিয়া (Australi)a। ব্রিসবেনের গাব্বায় (Gabba) ইংল্যান্ড (England)- কে ৯ উইকেটে হারিয়ে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ১-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের (Pat Cummins) দল। যেভাবে গাব্বায় জিতল ক্যাঙারু ব্রিগেড তাতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এখন থেকেই বলতে শুরু করেছেন এবারের অ্যাসেজ ৫-০ হলেও অবাক হওয়ার থাকবে না। আগামী বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে হবে এবারের অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন রাতের টেস্ট।

গাব্বায় তৃতীয় দিনে যে প্রতিরোধটা দেখিয়েছিলেন ইংল্যান্ডের জো রুট-ডেভিড মালান, তা আজ শনিবার দিনের শুরুতেই ভেঙে যায়। চতুর্থ দিনের খেলা শুরুতেই আউট হয়ে যান ডেভিড মালান (৮২)। মালানকে আউট করে টেস্ট ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি দখল করেন অজি স্পিনার ন্যাথান লিঁয় (Nathan Lyon)। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের পর তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০তম ক্লাবে ঢুকলেন লিঁয়। আরও পড়ুন: ওডিআই দলের অধিনায়কত্ব থেকে কেন সরানো হল বিরাট কোহলিকে ? কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ঠিক তারপরেই ইংল্যান্ড অধিনায়ক রুটকে (৮৯)-কে আউট করেন অস্ট্রেলিয়ার পেসার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এরপর আর অস্ট্রেলিয়াকে বিশেষ কষ্ট করতে হয়নি। ২ উইকেটে ২২৩ থেকে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৯৭ রানে।

দেখুন টুইট

ইংল্যান্ডের ইনিংসে হার রক্ষা পায় জস বাটলার (২৩), ক্রিস ওকস (১৬)-র সৌজন্যে। দ্বিতীয় ইনিংসে ন্যাথন লিঁয় ৯১ রান দিয়ে নেন ৪টি উইকেট। গ্রিন ও কামিন্স দুটি করে উইকেট নেন।

দেখুন টুইট

টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২০ রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে জয় থেকে চার রান আগে আউট হয়ে যান অজি ওপেনার অ্যালেক্স ক্যারি (৯)। তবে অপর ওপেনার মার্কস হ্যারিস (৯ অপরাজিত) দলকে জিতিয়ে আনেন।

দেখুন টুইট

প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতে ১৫২ রানের দুরন্ত ইনিংস খেলে জয়-পরাজয়ে ফারাক গড়া অজি ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ম্যাচের সেরা নির্বাচিত হন।

অ্যাসেজের প্রথম টেস্টের স্কোর

ইংল্যান্ড: ১৪৭, ২৯৭

অস্ট্রেলিয়া: ৪২৫, ২০/১

ম্যাচের সেরা: ট্র্যাভিস হেড