Australia Beats South Africa 1st T20I: অস্ট্রেলিয়া সফরের শুরুটা হার দিয়ে করল দক্ষিণ আফ্রিকা। তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম খেলায় রবিবার অস্ট্রেলিয়া ১৭ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। অস্ট্রেলিয়ার ১৭৮ রানের জবাবে, দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে করল ১৬১ রান। গত জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর, এই প্রথম বাইশ গজে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ডারউউনে উত্তেজক ম্যাচে অজিদের জয়ে নায়ক তারকা ব্যাটার টিম ডেভিড (৫২ বলে ৮৩)। রান তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন ৫৫ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেললেও দলের বাকিদের ব্যর্থতায় তাকে হেরে ফিরতে হল। অধিনায়ক মিচেল মার্শ (১৩), ট্রাভিস হেড (২), জোশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল (১)-রা রান না পেলেও টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিন (১৩ বলে ৩৫) দুরন্ত খেলে দলকে বড় রানের ইনিংসে পৌঁছে দেন। ৩০ রানে ৩ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া করেছিল ১৭৮ রান।
রান তাড়া করতে নেমে মাঝপথে তিন রানের মধ্যে ৪ উইকেট হারিয়েই ডুবল প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ও লোয়ার অর্ডার মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। ১৪ ওভার পর্যন্ত রান তাড়া করে জেতার দিকে ঠিক পথেই ছিল আইডেন মার্করামের দল। ভালই খেলছিলেন রিকেলটন ও ত্রিস্টান স্টাবস। কিন্তু স্টাবস আউট হতেই আফ্রিকানদের ইনিংসে বড় ধস নামে। ৩ উইকেটে ১২০ থেকে ৭ উইকেটে ১২৩ হয়ে গিয়ে ম্যাচ হেরে বসে দক্ষিণ আফ্রিকা। সেই সময় ৩ রানের মধ্যে চারটি উইকেট হারান মার্করামরা। অজি তারকা পেসার জোশ হ্যাজেলউড ২৭ রান দিয়ে ৩ উইকেট ও বেন দারশুইস ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট নেন। অ্যাডাম জাম্পা ২টি উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করে ১৬১ রান।
অবিশ্বাস্য ক্যাচ লুফলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল
GLENN MAXWELL DOES IT AGAIN 🤩 #AUSvSA pic.twitter.com/FQkfbqLzpB
— cricket.com.au (@cricketcomau) August 10, 2025
দারুণ জয় অস্ট্রেলিয়ার
Australia's all-round brilliance earns them a convincing win in the series opener against South Africa 🏏#AUSvSA 📝: https://t.co/BgLcNPvHJG pic.twitter.com/Mv4PTJJRNz
— ICC (@ICC) August 10, 2025
সিরিজের ক্রীড়াসূচি
তিন ম্য়াচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া এখন ১-০ এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্য়াচ মঙ্গলবার এই ডারউইনেই আয়োজিত হবে। চলতি টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে শনিবার কুইন্সল্যান্ডের পর্যটকদের শহর হিসেবে পরিচিত কেয়ার্ন্সে। টি-২০ সিরিজের পর অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ শুরু ১৯ অগাস্টে, কেয়ার্ন্সে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে কুইন্সল্যান্ডের বড় শহর ম্যাকাইয়ে, যথাক্রমে ২২ ও ২২ অগাস্ট।