এখনও পর্যন্ত বছরের সেরা ওয়ানডে হিসেবে বলাই যায় আজ, মঙ্গলবার কেইরান্সে আয়োজিত অস্ট্রেলিয়া- নিউ জিল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচটাকে। অন্তত তিনবার পরিষ্কার ঘুরল ম্য়াচের ভাগ্য। যতবার মনে হল, এবার অজিরা শেষ, ততবার তারা ঘুরে দাঁড়াল। লো স্কোরিং ম্যাচে ক্যামেরন গ্রিন (৮৯ অপরাজিত)-এর অনবদ্য ব্যাটিংয়ে হারতে হারতে জিতল অজিরা। মঙ্গলবার ২ উইকেটে জয়ের সুবাদে কিউই দেশে ক্যাঙারুরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল। প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২৩২ রান। ডেভিড কনওয়ে (৪৬), কেন উইলিয়ামসন (৪৫), টম লাথাম (৪৩) ছাড়া আর কোনও কিউই ব্যাটার রান পাননি।

গ্লেন ম্যাক্সওয়েল ৪টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কিউই পেসারদের সামনে মাত্র ৪৪ রানে অর্ধেক ইনিংস হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার (২০) থেকে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৫), স্টিভ স্মিথ (০), মার্নাস লাবুসচানে (০) মার্কস স্টোয়নিস (৫)-রা সবাই একসঙ্গে ব্যর্থ। টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে এরপর নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ষষ্ঠ উইকেটে আলেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন দারুণ ব্যাটিং করেন। আরও পড়ুন- বিশ্বকাপ শুরুর আগে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনা-উরুগুয়ের! পিছনে একটা বড় কারণ

দেখুন টুইট

ষষ্ঠ উইকেটে ক্যারি-গ্রিন ১৫৮ রান যোগ করেন। কিন্তু দল যখন জয় থেকে ৩১ রান দূরে, তখন ক্যারি(৮৫) আউট হওয়ার পর অস্ট্রেলিয়া আবার বিপর্যয়ে পড়ে। ক্যারির আউটের পর দ্রুত প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল (২), মিচেল স্টার্ক (১)। ৫ উইকেটে ২০২ থেকে অজিদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২০৭। তবে এরপর অ্যাডাম জাম্পা (১৩ অপরাজিত)-কে নিয়ে দলের জয় নিশ্চিত করেন গ্রিন (৯২ বলে ৮৯ রান)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় তথা শেষ ম্যাচ বৃহস্পতি ও রবিবার।