Suryakumar Yadav (Photo Credit: BCCI/ X)

AUS vs IND T20I Series 2025: আগামিকাল, বুধবার থেকে ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত -অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দেশের কাছে প্রস্তুতির বড় মঞ্চ। অস্ট্রেলিয়ায় দিন কয়েক আগে ওয়ান সিরিজে ১-২ হারের প্রতিশোধ তোলার বড় সুযোগ টিম ইন্ডিয়ার কাছে। এই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার সামনে খাতায় কলমে পিছিয়ে অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শের নেতৃত্বে অজি টি-২০ দল গত কয়েক মাসে ঘুরে দাঁড়িয়েছে। যদিও অ্যাসেজের প্রস্তুতি ও চোট আঘাতের কারণে এই সিরিজে অস্ট্রেলিয়া বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। তেমনই চোটের কারণে টিম ইন্ডিয়া পাচ্ছে না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া-কে।

অবিশ্বাস্য ফর্মে এশিয়া কাপ চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদব ব্রিগেড

গত বছর রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে অবিশ্বাস্য খেলছে ভারতীয় সংক্ষিপ্ততম ফর্ম্যাটের দল। অভিষেক শর্মা, তিলক ভর্মা-দের মত তরুণ তারকারা অবিশ্বাস্য খেলছেন। সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনাল সহ তিনবার হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সূর্যকুমার যাদবরা নামছেন মিচেল মার্শদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে। সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল টি-২০-তে ৮২ শতাংশ ম্যাচে জিতেছে।

চলতি বছর মাত্র একটা টি-২০ ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া

অন্যদিকে, চলতি বছর ৯টি আন্তর্জাতিক টি-২০ খেলে মাত্র একটিতে হারা অস্ট্রেলিয়া মোট ৩টি সিরিজ জিতেছে। তার মধ্যে সম্প্রতি নিউ জিল্যান্ডকে কিউইদের ২-০ সিরিজ হারান মিচেল মার্শ। গত কয়েকমাসে অস্ট্রেলিয়া দেশের মাটিতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতে। আর বিদেশের মাটিতে হারায় কিউইদের। এই বিষয়গুলিই বলে দিচ্ছে টি-২০ ক্রিকেটে এখন এক বনাম দুইয়ের লড়াইটা জমে যাওয়ার সব উপাদান রয়েছে। সূর্যকুমার যাদব বনাম মিচেল মার্শদের বিরুদ্ধে এই টি-২০ সিরিজে বিস্ফোরক ব্যাটিং, পেসারদের দারুণ কিছু স্পেল, আর স্পিনারদের চমকপ্রদ ঘূর্ণি দেখা যাবে।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ: ২৯ অক্টোবর, ক্যানবেরা

দ্বিতীয় ম্যাচ: ৩১ অক্টোবর, মেলবোর্ন

তৃতীয় ম্যাচ: ২ নভেম্বর, হোবার্ট

চতুর্থ ম্যাচ: ৬ নভেম্বর, গোল্ডকোস্ট

পঞ্চম ম্যাচ: ৮ নভেম্বর, ব্রিসবেন

(সব কটি ম্যাচ ভারতীয় সময় দুপুর ১.৪৫ মিনিট থেকে শুরু)

দুই দলের টি-২০ স্কোয়াড

ভারত- অভিষেক শর্মা, শুবমন গিল (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি।

অস্ট্রেলিয়া- মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্য়াভিস হেড, ম্য়াথু শর্ট, টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কস স্টোয়নিস, জোস ইংলিশ (উইকেটকিপার), জোস ফিলিপ (উইকেটকিপার), জোস হ্যাজেলউড, সিন অ্যাবট, নাথান এলিস, বেন দারশুয়িস, জেভিয়ার বার্টলেট, তনবীর সংঘা, ম্যাথু কুহেনম্যান।

আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং

ভারত: ১, অস্ট্রেলিয়া: ২

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ টিভিতে কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ৩-এ যথাক্রমে ইংরেজি ও কমেন্ট্রির মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে।

অনলাইনে কোথায় দেখা যাবে এই সিরিজের সব খেলা?

সিরিজের সব কটি ম্যাচ বিনামূল্যে ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখানো হবে।