নিখাত জারিনের (Nikhat Zarin) পর এবার প্রীতি পাওয়ার (Preeti Pawar)। হাংঝৌ এশিয়ান গেমসে (Hangzhou 2022 Asian Games) মহিলাদের ৫৪ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক জেতা নিশ্চিত করলেন ১৯ বছরের প্রীতি। এই প্রথম এশিয়ান গেমসে খেলেই পদক জিতলেন হরিয়ানার প্রতিশ্রুতিমান বক্সার।
কোয়ার্টার ফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কাজকাস্তানের ঝাইনা শেকেরবেকোভাকে হারালেন প্রীতি। এই সুবাদে আগামী বছর প্য়ারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জন করলেন হরিয়ানা পুলিশের অ্যাসিসেন্ট সাব-ইন্সপেক্টরের বক্সার মেয়ে। গত বছর এশিয়ান বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন প্রীতি। সেটাই ছিল আন্তর্জাতিক স্তরে তাঁর প্রথম ইভেন্ট।
দেখুন এক্স
Medal assured ✅
Paris Olympic Spot ✅
Boxing: Preeti Pawar advances into Semis (54kg) of Asian Games.
🥊 Preeti beats 3-time World Championships medalist in QF. #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2023 pic.twitter.com/qI2MaWhuY5
— India_AllSports (@India_AllSports) September 30, 2023
প্রি কোয়ার্টার ফাইনালে প্রীতি হারিয়েছিলেন জর্ডনের সিলিনি আলহানসানাতকে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতার্জন করেন ভারতের দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন।