হাংঝৌতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে গোলের বন্যা ভারতীয় পুরুষ হকি দলের। এশিয়ান গেমস হকিতে পাকিস্তানকে ১০-২ গোলে হারিয়ে রেকর্ড গড়ল ভারত। এই প্রথম হকিতে পাকিস্তানকে দশ গোল দিল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং একটাই চারটি গোল করেন। ৪১ বছর আগে এশিয়ান গেমসের হকিতে ভারতকে ৭-১ গোলে হারিয়েছিল পাকিস্তান। সেই প্রতিশোধটা হরমনপ্রীতরা একেবারে কড়ায় গণ্ডায় উসুল করলেন।
৬০ মিনিটের ম্যাচে ভারত গোল করল দশ দশটা। বিশ্ব হকিতে পাকিস্তান একটা সময় ছিল সবচয়ে শক্তিশালী দেশ। ম্যাচের ৮ মিনিটে মনদীপ সিংয়ের গোল থেকে শুরু তারপর বারবার পাক নেটে জড়াতে থাকে বল। অবাক হয়ে একের পর এক গোলে লাফাতে থাকেন ভারতীয় সমর্থকরা। আর মহালজ্জায় মাথানত করেন পাক সমর্থকরা। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত। ৩৪ মিনিটের মধ্যে ভারত ৬-০ এগিয়ে যায়। ম্যাচের ৫৩ মিনিটে ভারতের দশ নম্বর গোলটি করেন বরুণ কুমার। এর মাঝে চারটি গোল করেন হরমনপ্রীত সিং, একটি করে গোল করেন ললিত উপাধ্যায়। ভারতের কাছে আধ ডজন গোল হজমের পর পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করেছিল। আরও পড়ুন-পাকিস্তানকে তিন গোলে হারিয়ে ছোটদের সাফে চ্যাম্পিয়ন ভারত
বিশ্বকাপ হকিতে পাকিস্তান সফলতম দেশ, তারা চ্যাম্পিয়ন হয়েছে চারবার, রানার্স তিনবার। একটা সময় হকিতে পাকিস্তানের বিরুদ্ধে কিছুতেই জিততে পারত না ভারত। কিন্তু পাকি হকিতে এখন দুর্দিন। সেই দুর্দিনটা এবার দুর্ভিক্ষে পরিণত হল।
দেখুন ছবিতে
🚨 India beat Pakistan 10-2, in Hockey in the Asian Games. pic.twitter.com/DyzhZi5Xuv
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 30, 2023
চার ম্যাচে চারটিতে জিতে ৪৬টি গোল করে চলতি এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সেমিফাইনালে উঠল ভারত। সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় পুরুষ হকি দল। তারপর বুধবার সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ চিন অথবা মালয়েশিয়া। চলতি এশিয়ান গেমসে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০, সিঙ্গাপুরকে ১৬-১, জাপান ৪-২, পাকিস্তানকে ১০-২ গোলে হারাল ভারত।
এদিকে, পুরুষদের দলগত ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে ফাইনাল উঠল ভারত। টানটান সেমিফাইনালে ভারত হারায় দক্ষিণ কোরিয়াকে।
হাংঝৌ এশিয়ান গেমসে (Hangzhou 2022 Asian Games) মিক্সড ডবলসে ভারতকে সোনা এনে দিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)-ঋতুজা ভোসলে (Rutuja Bhosale) জুটি। ফাইনালে চাইনিজ তাইপের জুটির বিরুদ্ধে ২-৬ পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে দারুণ কামবযাক করে রোহিনরা জেতেন ৬-৩। এরপর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুপার টাইব্রেকার ১০-৪ জিতে ভারতকে চলতি এশিয়াডে নবম সোনা এনে দিলেন ৪৩ বছরের রোহন বোপান্না।
সম্ভবত শেষবার দেশের জার্সিতে নেমে রোহন সোনা জিতলেন রোহন। গতবার জাকার্তা এশিয়ান গেমসের ডবলসে দ্বিজ শরের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছিলেন রোহন। আর এবার জিতলেন মিক্সড ডবলসে। ৪৩-এর তরুণ রোহনের এশিয়ান গেমসের ইতিহাসে দ্বিতীয় সোনার জেতার স্বপ্ন সফল করলেন ২৭ বছরের ঋতুজা।