মঙ্গলবার হাংঝৌ এশিয়ান গেমসের তৃতীয় দিনে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে দুটি পদক। দুটি পদকই এল জলের খেলা সেলিংয়ে। রোয়িংয়ের পর এবার সেলিং থেকে ভাল সাফল্য পাচ্ছে টিম ইন্ডিয়া। দিনের প্রথম পদকটা আনেন নেহা ঠাকুর। সেলিংয়ের মহিলাদের ডিমঘি-র ILCA4 বিভাগে রুপো জেতেন মধ্যপ্রদেশের ১৭ বছরের মেয়ে নেহা। এরপর ২৯ বছরের ইবাদ আলি সেলিংয়ের ওয়াইন্ডসার্ফার আরএস: X বিভাগে ব্রোঞ্জ জেতেন। সব মিলিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ২টি সোনা, ৪টি রুপো, ৭টি ব্রোঞ্জ- মোট ১৩টি পদক জেতা হয়ে গেল।
পুরুষদের হকিতে এদিন গ্রুপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে গোলের মালা পরালো ভারতীয় দল। উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারানোর পরে এদিনে সিঙ্গাপুরকে ১৬-১ গোলে হারাল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং চারটি গোল করেন, হ্যাটট্রিক করেন মনদীপ সিং। এবার গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতীয় দল খেলবে গতবারের সোনা জয়ী জাপানের বিরুদ্ধে। চলতি এশিয়াডে পুরুষদের হকিতে ভারতের গ্রুপে আছে পাকিস্তান, জাপান, বাংলাদেশ, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। জাপানকে হারালেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে ভারতের।
মহিলাদের স্কোয়াশে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারাল ভারত। পুরুষদের দলগত স্কোয়াশে গ্রুপের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারাল ভারত। ভারতের হয়ে সহজ জয় পেলেন সৌরভ ঘোষাল, হরিন্দারপাল সিং ও অভয়। ভারতীয় পুরুষ স্কোয়াশ দলের পরবর্তী ম্যাচ কাতারের বিরুদ্ধে।
ফেন্সিংয়ের ব্যক্তিগত সাবরে বিভাগের গ্রুপের সব কটা ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে চিনের শাও কিয়াকির কাছে হেরে বিদায় নিলেন ভারতের তারকা ফেন্সার ভবানী দেবী (Bhavani Devi)।
এশিয়াডে পুরুষদের সিঙ্গলসে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে টিকে আছেন শুধু সুমিত নাগাল। এদিন প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন রামকুমার রামানাথন। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের এক নম্বর বাজি অঙ্কিতা রায়না। তবে তৃতীয় রাউন্ডে হারলেন অপর ভারতীয় ঋতুজা ভোসলে।