দুই বাঙালির হাত ধরে এশিয়ান গেমসের (Asian Games 2023) টেবিল টেনিসে ঐতিহাসিক পদক জেতা নিশ্চিত করল ভারত। এই প্রথম এশিয়াড টিটি-তে মহিলাদের ডবলসে পদক জিততে চলেছে ভারত। কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন চিনের জুটিকে ৩-১ হারালেন নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee)-ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee)। কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে মেয়েদের সিঙ্গলস প্রথম সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নৈহাটির মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়।
এদিকে, : চলতি এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে সাফল্য পাচ্ছেন ভারতীয়রা। নিখাত জারিন, প্রীতি পাওয়ারের পর এবার হাংঝৌ এশিয়াডে পদক নিশ্চিত করে আগামী বছর প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জন করলেন লাভলিনা বরগোঁহাই (লাভলীনা বৰগোহাঁই) (অসমীয়া) (Lovlina Borgohain)। এদিন মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে লাভলিনা ৫-০ হারান দক্ষিণ কোরিয়ার সিয়ন সিয়োংকে। বক্সিংয়ে সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়া। আর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে বেশ কিছু বিভাগে পদক জেতা মানেই অলিম্পিক্সে খেলার যোগ্যতা মেলে। আরও পড়ুন-পাকিস্তানের কোচ হচ্ছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টান্টাইনের
দেখুন ছবিতে
HISTORY CREATED 🔥🔥🔥
Table Tennis: 1st EVER MEDAL confirmed for INDIA in Women's Doubles at Asian Games.
Ayhika Mukherjee & Sutirtha Mukherjee storm into Semis after stunning reigning WORLD CHAMPIONS from CHINA 3-1. #AsianGames | #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/TIfFcYSkyW
— India_AllSports (@India_AllSports) September 30, 2023
অলিম্পিকে পদক, বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও এই প্রথম এশিয়ান গেমসে পদক জিতলেন অসমের গোলাঘাটের ২৫ বছরের মেয়ে। প্রসঙ্গত, চলতি বছর দিল্লিতে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন লাভলিনা।