প্যারিস অলিম্পিকে পদক জয়ের পর এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়ের সামনে ভারতীয় হকি দল। আজ, মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে হরমনপ্রীত সিংদের সামনে আয়োজক দেশ চিন। এই প্রথম চিনের পুরুষ হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে। সেমিফাইনালে পাকিস্তানকে পেনাল্টি শ্য়ুট আউটে হারায় চিন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাস্ত করে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে হট ফেভারিট ভারত। লিগের খেলায় চিনকে ৩-০ গোলে হারিয়েছিলেন হরমনপ্রীত সিং-রা।
টানা দুবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়ের মুখে ভারতীয় হকি দল। গতবার চেন্নাইয়ে মালয়েশিয়াকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। এবার চিনকে হারিয়ে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারবেন কি হরমনপ্রীতরা?
দেখুন সরাসরি কোথায় দেখবেন এই খেলা
One last stand for the #ACT2024 title 🏆
Tune-in to #SonySportsNetwork to cheer for #TeamIndia in the FINAL, live from 3:30 PM onwards 🙌 🇮🇳#INDvsCHN #HockeyIndia pic.twitter.com/vmTAbFaTb4
— Sony Sports Network (@SonySportsNetwk) September 17, 2024
ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হচ্ছে এই ফাইনাল ম্যাচ। টিভিতে সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি টেন ১ এবং সোনি স্পোর্টস-৩ এ সরাসরি দেখানো হবে খেলা। সোনি লিভ ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে সরাসরি দেখানো হবে ফাইনাল ম্যাচটি।