পুরুষদের হকিতে বড় সাফল্যের মাইলস্টোনে পৌঁছল চিন। সোমবার পাকিস্তানকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি (Asian Champions Trophy Hockey 2024)-র ফাইনালে উঠল চিন। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্য়ুটআউটে। সেখানে দুরন্ত সেভ করে দেশকে প্রথমবার ফাইনালে তোলেন চিনের গোলকিপার সিউ ওয়াং। শ্যুট আউটে চিন ২টি গোল করে, সেখানে পাকিস্তান কোন গোল করতে পারেনি।
চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিগের খেলায় আয়োজক দেশ চিনকে ৫-১ গোলে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু এদিন দেশের সমর্থকদের সামনে চিন অনবদ্য পারফরম্যান্স মেলে ধরে। ম্যাচের ১৮ মিনিটে ইয়ানলিন লু-এর গোলে এগিয়ে যায় চিন। ৩৮ মিনিটে গোল শোধ করেন পাকিস্তানের আহমেদ নাদিম।
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চিন
CHINA HAS REACHED FINAL FOR FIRST TIME
They have defeated Pakistan in Penalties 2-0
China will be facing India/Korea at Home in Finals#AsianChampionsTrophy #Hockey pic.twitter.com/8Gw53CkaVL
— The Khel India (@TheKhelIndia) September 16, 2024
কিন্তু এরপর অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি পাকিস্তান। হকিতে চারবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও তিনবার অলিম্পিক হকিতে সোনাজয়ী পাকিস্তানের দৈনতা আরও প্রকট হল। পুরুষদের হকিতে ভারতের কাছে নিয়মিত হারা পাকিস্তান এখন চিনের কাছেও পরাস্ত হচ্ছে।
ফাইনালে চিন খেলবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।