World Champion Saweety Boora: দুয়ে দুই, চিনের প্রতিযোগীকে হারিয়ে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন সুইটি ভোরাও
Photo Credits: Twitter@SportsArena1234

নয়াদিল্লি: নীতু ঘাঙ্গাসের পর মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (Women's World Boxing Championships 2023) ৮১ কেজি (81kg) ওজনের ক্যাটাগরিতে সোনার মেডেল (Gold medel) জিতলেন ২০২২ সালের এশিয়া চ্যাম্পিয়ন সুইটি বোরাও (2022 Asian Champ Saweety Boora)।

শনিবার নয়াদিল্লির (New Delhi) ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ৮১ কেজি ক্যাটাগরির ফাইনালে (Final) পয়েন্টের ব্যবধানে চিনের বক্সার (China's Boxer) ওয়াং (Wang)-কে পরাজিত করেন সুইটি। ৯ বছর আগে এই প্রতিযোগিতাতেই রুপো জিতেছিলেন সুইটি। দীর্ঘদিন বাদে শনিবার সেই পদককে সোনায় পরিণত করলেন তিনি। এর ফলে ভারত থেকে মহিলাদের বক্সিংয়ে সপ্তম বিশ্ব চ্যাম্পিয়নও (7th World Champ) হলেন। আরও পড়ুন: World Champion Nitu Ghanghas: মঙ্গোলিয়ার প্রতিযোগীকে ৫-০ স্কোরে উড়িয়ে মহিলাদের বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নীতু ঘাঙ্গাস, দেখুন সেই গর্বের মুহূর্তের ভিডিয়ো