Arshad Nadeem. (Photo Credits: X)

Asian Athletics Championship 2025: অলিম্পিকের পর এশিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্য়াভলিনে সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম (Arshad Nadeem)। শনিবার দক্ষিণ কোরিয়ার গুমি শহরে ৮৬.৪০ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুড়ে সোনা জিতলেন অলিম্পিক চ্যাম্পিয়ন আর্শাদ। দেশকে প্রথমবার ব্যক্তিগত বিভাগে সোনা এনে দেওয়ার পর এবার পাকিস্তানের আর্শাদ দেশকে 52 বছর পর এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতালেন।   অন্যদিকে, নিজের পারফরম্যান্স মেলে ধরে ভারতের সচিন যাদব (৮৫.১৬ মিটার) জিতলেন রুপো। এই বিভাগে ব্রোঞ্জ জিতলেন জাপানের সাকিয়ামা (৮৩.৭৫ মিটার)। নিজের সেরা দূরত্বে জ্য়াভলিন ছুঁড়ে পঞ্চম স্থানে শেষ করলেন যশবীর সিং (৮২.৫৭ মিটার)। সম্প্রতি তার কেরিয়ারে প্রথমবার ৯০ মিটার দূরত্ব অতিক্রম করা ভারতের চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেননি।

নীরজ চোপড়ার অনুপস্থিতিতে সোনা আর্শাদের

1973 এশিয়ান অ্যাথলেটিক্সে শেষবার পাকিস্তানের হয়ে সোনা জিতেছিলেন মহম্মদ ইউনিস (৮০০ মিটার দৌড়)। এরপর আর্শাদের জ্য়াভলিনে দীর্ঘ ৫২ বছর পর এশিয়ান অ্যাথলেটিক্সে সোনার অপেক্ষা মিটল পাকিস্তানের।প্রসঙ্গত, ২০২৪ সালে প্য়ারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিনে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। সেখানে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুড়ে রুপো জিতেছিলেন ভারতের নীরজ চোপড়া। তবে ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ।

এশিয়ান অ্য়াথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের ফল

ভারত এবার এশিয়ান অ্যাথলেটিক্সে দারুণ ফল করছে

আজ, শনিবারই গুমিতে এশিয়ান অ্য়াথলেটিক্স চ্য়াম্পিয়নশিপের শেষ দিন। ভারত এখনও পর্যন্ত ৮টি সোনা জিতে পদক তালিকায় চিনের পিছনে দুই নম্বরে আছে।