Asia Cup Hockey 2025: আজ, শুক্রবার বিহারের রাজগিরি শুরু হল ১২তম এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। ৮টি দেশকে নিয়ে হবে এশিয়ার সবচেয়ে বড় এই হকি টুর্নামেন্ট। ভারতে আয়োজিত হওয়া পাকিস্তান এবারের এশিয়া কাপে খেলতে আসেনি। আর্থিক অসুবিধার কারণে সরে দাঁডিয়েছে ওমান। পাকিস্তানের বদলে এবার এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। আর কাজাকাস্তান খেলছে ওমানের জায়গায়। এবারের এশিয়া রাপে চ্যাম্পিয়ন হওয়া দেশ আগামী বছর সরাসরি হকি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী বছর পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজিত হবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে।
গতবার এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে দুবার অলিম্পিক পুরুষদের হকিতে পদকজয়ী ভারত এবার ফেভারিট। গত কয়েক বছর ধরেই এশিয়ায় পুরুষদের হকিতে এখন ভারতের দাপট। 2022 এশিয়া কাপ হকিতে ফেভারিট হিসাবে নেমেও ফাইনালে উঠতে পারেনি ভারত। এবার হবরমনপ্রীত সিংরা সেই ব্যর্থতা ভুলে নিজেদের দেশে এশিয়া কাপ জিততে মরিয়া। ভারতীয় দলে আছেন কৃষ্ণান পাঠক, অমিত রোহিদাস, জরমনপ্রীত সিং, হার্দিক সিং, মনপ্রীত সিং, মনদীপ সিং, অভিষেক ও অধিনায়ক হরমনপ্রীতের মত তারকা খেলোয়াড়রা। কোচ হিসাবে থাকছেন দক্ষিণ আফ্রিকান ক্রেগ আর্থার ফুলটন। ফুলটনের প্রশিক্ষণেই গত বছর প্যারিস অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় দল।
প্রথম ম্যাচে ভারতীয় দল
That's how our boys line up for their opening match at the Hero Asia Cup, Rajgir, Bihar 2025, against China. 🙌#HockeyIndia #IndiaKaGame #HumSeHaiHockey #HeroAsiaCupRajgir pic.twitter.com/0NktoPRR9F
— Hockey India (@TheHockeyIndia) August 29, 2025
এক নজরে দেখে নেওয়া যাক এবারের এশিয়া কাপ হকি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা--
কটি দেশ অংশ নিচ্ছে
মোট আটটি দেশ অংশ নিচ্ছে। তার মধ্যে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান বেশ ভাল দল। সমিহ জাগানোর মত শক্তি মালয়েশিয়া ও চিন। সীমিত শক্তি নিয়ে লড়বে বাংলাদেশ, চাইনিজ তাইপে ও কাজাকাস্তান।
ভারতে কী খেলতে এসেছে পাকিস্তান
না, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে এশিয়া কাপ হকিতে খেলতে আসেনি পাকিস্তান। তাদের পরিবর্তে খেলছে বাংলাদেশ।
গ্রুপে কটা করে দল আছে
দুটি গ্রুপে চারটি করে মোট আটটি দল আছে।
গ্রুপ বা পুল এ- ভারত, চিন, জাপান ও কাজকাস্তান।
গ্রুপ বা পুল বি- দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বাংলাদেশ।
গ্রুপে ভারতের খেলা কবে, কাদের বিরুদ্ধে
২৯ অগাস্ট, শুক্রবার: ভারত বনাম চিন
৩১ অগাস্ট, রবিবার: ভারত বনাম জাপান
১ সেপ্টেম্বর, সোমবার: ভারত বনাম কাজাকাস্তান
সুপার ফোরে কারা খেলবে
দুটি গ্রুপের পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে থাকা দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে। সেখানে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলার পর পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে থাকা দল ফাইনালে খেলবে। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। সুপার ফোর পর্বের খেলা শুরু ৩ সেপ্টেম্বর থেকে।
ইতিহাসে এশিয়া কাপ হকি
এবার ১২তম এশিয়া কাপ হকি আয়োজিত হচ্ছে। ১৯৮২ সাল থেকে এশিয়া কাপ হকি আয়োজিত হচ্ছে। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দেশ হল দক্ষিণ কোরিয়া (৫ বার চ্যাম্পিয়ন)। গতবার এশিয়া কাপ হকিতেও চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া। সেখানে ভারত ও পাকিস্তান তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এই তিনটি দেশের বাইরে এশিয়া কাপ পুরুষদের হকি আর কেউ খেতাব জিততে পারেনি। তবে গত দুবার অপ্রত্যাশিতভাবে ফাইনালে উঠেছে মালয়েশিয়া।
টিভিতে কোন চ্য়ানেলে সরাসরি ম্য়াচগুলি দেখা যাবে
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি টুর্নামেন্টের সব কটি সরাসরি সম্প্রচারিত হবে।
ইন্টারনেটের মাধ্যমে কোথায় দেখা যাবে ম্যাচগুলি
সোনি লিভ অ্যাপের মাধ্যমে দেখা যাবে খেলাগুলি।
ভারতের খেলাগুলি কখন থেকে শুরু হবে
ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হবে ভারতের খেলাগুলি।