Asia Cup Hockey 2025. (Photo Credits:X)

Asia Cup Hockey 2025: একেবারে গুণেগুণে ১৫ গোল। প্রথমার্ধে ৭টি, দ্বিতীয়ার্ধে ৮টি। বিহারের রাজগিরে আয়োজিত এশিয়া কাপ হকির গ্রুপ লিগের শেষ ম্যাচে কাজাকাস্তানকে ১৫-০ গোলে হারাল ভারতীয় হকি দল।  India vs Kazakhstan ৬০ মিনিটের খেলায় ভারত গোল করল ১৫টা, মানে গড়ে চার মিনিট অন্তর একটি করে গোল। এদিন, কাজাকদের বিরুদ্ধে ১৫টি গোলের মধ্যে চারটি করেন অভিষেক, তিনটি করে গোল করেন সুখজিত সিং ও যুগরাজ সিং। একটি করে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং, অমিত রুহিদাস, সঞ্জয় দিলপ্রীত সিং ও রাজিন্দার সিং। লিগের তিনটি ম্যাচে কাজাক-রা গোল হজম করল ৩৫টি, গোল করেছে মাত্র ১টি।

তিন ম্যাচে ২২টি গোল করলেন হরমনপ্রীত সিংরা

গ্রুপের তিনটি ম্যাচে জিতেই সুপার ফোরে উঠলেন হরমনপ্রীত সিংরা। চিনকে ৪-৩, জাপানকে ৩-২ ও কাজাকদের ১৫-০ গোলে হারিয়ে সুপার ফোরে উঠল ভারতীয় হকি দল। সুপার ফোরে ভারতকে খেলতে হবে চিন, মালয়েশিয়া ও গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। চিন বনাম জাপান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এদিন গোলপার্থক্যে জাপানকে পিছনে ফেলে সুপার ফোরে ওঠে চিন।

দারুণ জয় ভারতীয় হকি দলের

সুপার ফোরে ভারত, চিন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া

অন্যদিকে, ভারতের মত গ্রুপ এ-র সব কটি ম্যাচে জিতে সুপার ফোরে উঠেছে মালয়েশিয়া। সেই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেরা চারে উঠেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এদিন ৫-১ গোলে হারায় বাংলাদেশকে। আর মালয়েশিয়া ১৫-০ গোলে হারায় চাইনিজ তাইপেকে। সুপার ফোর পর্বে বুধবার ভারতের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এরপর বৃহস্পতিবার হরমনপ্রীতরা খেলবেন মালয়েশিয়ার বিরুদ্ধে। আর সুপার ফোরে ভারতের শেষ ম্য়াচ চিনের বিরুদ্ধে শনিবার। সুপার ফোরের প্রথম দুটি দল ফাইনালে খেলবে, রবিবার।

সুপার ফোরে ভারতের সূচি

বুধবার (৩ সেপ্টেম্বর)- দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)- মালয়েশিয়ার বিরুদ্ধে

শনিবার (৬ সেপ্টেম্বর)- চিনের বিরুদ্ধে

ফাইনাল (রবিবার)- ৭ সেপ্টেম্বর