Harmanpreet Singh. (Photo Credits: X)

Asia Cup Hockey 2025: চিনকে ৪-৩ হারানোর পর এবার জাপানকে ৩-২ বধ। টানা দুটো ম্যাচে জিতে দেশের মাটিতে এশিয়া কাপ হকির সুপার ফোরে উঠল ভারতীয় পুরুষ হকি দল (India Hockey Team)। রবিবার বিহারের রাজগিরে ( Rajgir) জাপান (Japan Hockey Team)-কে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে হারিয়ে পুল এ-তে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠলেন হরমনপ্রীত সিং-রা। চিনের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর এদিন জোড়া গোল করে জাপান ম্য়াচেরও নায়ক অধিনায়ক হরমনপ্রীত। কাল, সোমবার লিগের শেষ ম্যাচে দুর্বল কাজাকাস্তানের বিরুদ্ধে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে ভারতের। যে কাজাক দল চলতি এশিয়া কাপে দুটি ম্যাচে 20টি গোল হজম করেছে। এদিন চিন ১৩-১ গোলে হারিয়েছে কাজাকাস্তানকে। আর প্রথম ম্য়াচে জাপান ৭-০ গোলে হারিয়েছিল কাজাকদের। ফলে চিনের পর জাপানকে হারিয়ে ভারত যে এদিনই সুপার ফোরে উঠে গেল। দুটি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৬। সেখানে সমসংখ্যাক ম্যাচে চিন ও জাপান ৩ পয়েন্ট পেয়েছে। কাজাকরা দুটি হেরে বিদায় নিয়েছে।

জোড়া গোল করলেন হরনমপ্রীত, ম্যাচের সেরা হলেন অভিষেক

এদিন জাপানের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত। ম্য়াচের ৪ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন মনদীপ সিং। এক মিনিট পর ভারতের ব্যবধানে বাড়ান অধিনায়ক হরমনপ্রীত। হাফ টাইমের পর জাপানের খেলায় গতি আসে, আক্রমণের ঝাঁঝ বাড়ে। ম্য়াচের ৩৮ মিনিটে খেলার ফল ১-২ করেন জাপানের কোসেই কাওয়াবে। ৪৬ মিনিটে ভারতের পক্ষে ফল ৩-১ নিয়ে যান হরমনপ্রীত। খেলা শেষের মিনিটে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন কোসেই। তবে শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে যায়। প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম দিনে চিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। পুল এ-তে এবার ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে কারা সুপার ফোরে ওঠে তা বোঝা যাবে সোমবার চিন বনাম জাপান ম্য়াচে।

দারুণ জয় ভারতের

সুপার ফোরে কারা খেলতে চলেছে

সুপার ফোরে ভারতের সঙ্গে মালয়েশিয়ার ওঠাও নিশ্চিত হয়েছে। পুল বি-তে মালয়েশিয়া টানা ২টি ম্য়াচে জিতে সুপার ফোরে ওঠা কার্যত নিশ্চিত করেছে। পুল বি থেকে সুপার ফোরে ওঠার বাকি স্থানের জন্য লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে। কাল, সোমবার লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া (৩ পয়েন্ট) খেলবে বাংলাদেশ (৩)-এর বিরুদ্ধে। আর মালয়েশিয়া (৬ পয়েন্ট) খেলবে দুর্বল চাইনিজ তাইপের (০ পয়েন্ট)) বিরুদ্ধে। যে চাইনিজ তাইপেকে দক্ষিণ কোরিয়া ৭-০ ও বাংলাদেশ ৮-৩ গোলে হারিয়েছে। তবে মালয়েশিয়ার কাছে একই ব্যবধানে (১-৪ গোলে) হেরেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া।

বুধবার থেকে শুরু সুপার ফোরের খেলা

সুপার ফোর রাউন্ডে দুটি গ্রুপ থেকে উঠে আসা দুটি করে দল একে অপরের সঙ্গে খেলবে। বুধবার থেকে শুরু হবে সুপার ফোর পর্বের খেলা। ভারতের সম্ভাব্য প্রতিপক্ষরা হবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চিন/জাপান। গত এশিয়া কাপে সুপার ফোরে হেরে ফাইনাল খেলা হয়নি টানা দুটি অলিম্পিকে পদকজয়ী ভারতীয় পুরুষ হকি দলের