Suryakumar Yadav Skips Handshake With Pakistan Captain Salman Ali Agha. (Photo Credits:X)

India vs Pakistan Final: এশিয়া কাপ ক্রিকেটের (Asia Cup Cricket 2025) ৪০ বছরের ইতিহাসে এই প্রথম হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ফাইনাল। হ্যাঁ, অবাক করা হলেও এটাই সত্যি। ২০০৭ টি-২০ বিশ্বকাপের পর এই প্রথম ভারত ও পাকিস্তান কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া ক্রিকেটে ভারত ও পাকিস্তান সবচেয়ে শক্তিধর দুটি দেশ ফাইনালে এর আগে কখনই একে অপরের মুখোমুখি হয়নি। এশিয়া কাপের ১৭তম সংস্করণেই প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ওয়াঘা সীমান্তের দুপাড়ের দেশ। আশ্চর্য হলেও এমনটা সত্যি। ব্য়াপারটা অনেকটা এরকম, কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে যদি কখনও ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি না হয়, কিংবা গ্র্য়ান্ডস্লামের ফাইনালে একে অপেরের সঙ্গে কখনও না খেলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। তবে এবার সেটা এশিয়া কাপে হতে চলছে। সুপার ফোরে ভারতের কাছে হারের পরে, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল পাকিস্তান। অন্যদিকে, সপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে হেলায় জিতে আগেই ফাইনালে উঠে গিয়েছিল টিম ইন্ডিয়া। আজ, শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্য়াচটা শুধুই নিয়মরক্ষার। এবার প্রতীক্ষা শুরু রবিবার দুবাইয়ে হতে ভারত-পাকিস্তান ফাইনালের।

ভারত যে আটবার এশিয়া কাপ জেতে তার মধ্যে ফাইনালে ৬ বার হারায় শ্রীলঙ্কাকে, দুবার বাংলাদেশকে

চলতি এশিয়া কাপে টানা দুবার পাকিস্তানকে কার্যত উড়িয়ে দেওয়ায় ফাইনালে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থেকে নামবে সূর্যকুমার যাদবের দলের দিকে। অন্যদিকে, পাকিস্তানের অঘটনের আশায় সবচেয়ে বড় আশার দিক হল-১) যদি টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আত্মতুষ্টি ভর করে, ২) অতীতে পাক ক্রিকেটের খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে কাপ জয়ের নজির, ৩) টি-২০ ক্রিকেটের খামখেয়ালি ফর্ম্যাট যেখানে একটা ওভার কিংবা কয়েকটা বলে ম্যাচ পুরোপুরি বদলে যায়, আর খাতায় কলমে শক্তিশালী দল সব সময় জেতে না। আরও পড়ুন- ক্যান্সারে প্রয়াত তারকা ক্রিকেটারের বাবা

এশিয়া কাপে শেষ চারবারের মধ্যে তিনবারই খেতাব জিতেছে টিম ইন্ডিয়া

এশিয়া কাপে এই প্রথম হতে চলেছে ভারত-পাক ফাইনাল। এশিয়া কাপে গত ৫টি সংস্করণে ভারত ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে (২০২৩, ২০১৮,২০১৬), আর শ্রীলঙ্কা দু'বার (২০২২, ২০১৪)। ভারত আগের তিনবার খেতাব জিতেছে, তার মধ্য়ে ফাইনালে দুবার হারিয়েছে বাংলাদেশকে (২০১৬,২০১৮) আর গতবার রোহিত শর্মার দল শ্রীলঙ্কাকে (২০২৩) হারিয়ে কাপ জিতেছিল। সেখানে শ্রীলঙ্কা যে দুবার কাপ জেতে (২০১৪ ও ২০২২) সেই দুবারই তারা ফাইনালে হারায় পাকিস্তানকে। পাকিস্তান শেষবার ২০১২ এশিয়া কাপে খেতাব জিতেছিল ফাইনালে বাংলাদেশকে হারিয়ে।

এক নজরে এশিয়া কাপে ভারতের সাফল্য

এশিয়া কাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারত মোট ৮বার চ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে ৬বারই টিম ইন্ডিয়া ফাইনালে হারায় শ্রীলঙ্কাকে। আর বাকি দুবার বাংলাদেশকে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হয়-১৯৮৪ (শারজা), ১৯৮৮ (ঢাকা), ১৯৯১ (কলকাতা), ১৯৯৫ (শারজা), ২০১০ (ডাম্বুলা), ২০২৩ (কলম্বো)। আর বাংলাদেশকে হারিয়ে টিম ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় টানা দুবার-২০১৬ (মীরপুর), ২০১৮ (দুবাই)।

ভারত বনাম পাকিস্তান ফাইনাল

সেখানে পাকিস্তান পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে মোট ২বার চ্যাম্পিয়ন হয়। ২০০০ ও ২০১২ এশিয়া কাপে। তার মধ্যে ওয়াঘা সীমান্তের ওপাড়ের দেশ ২০০০ এশিয়া কাপের ফাইনালে হারায় শ্রীলঙ্কাকে, আর ২০১২-তে হারায় বাংলাদেশকে। এশিয়া কাপের ইতিহাসে ভারতের পরই দ্বিতীয় সফলতম শ্রীলঙ্কা মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়। তার মধ্যে দ্বীপরাষ্ট্রটি ফাইনালে ভারতকে (১৯৯৭,২০০৪,২০০৮) হারায় তিনবার, পাকিস্তানকে তিনবার (১৯৮৬,২০১৪ ও ২০২২)। সেখানে বাংলাদেশ কখনও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও পদ্মাপাড়ের দেশ তিনবার ফাইনালে খেলে। বাংলাদেশ যে তিনবার এশিয়া কাপের ফাইনালে তার মধ্যে দুবার হারে ভারতের বিরুদ্ধে (২০১৬,২০১৮), আর ২০১২ সালে নিজেদের দেশের মাটিতে ফাইনালে খেলে হেরেছিল পাকিস্তানের কাছে।