এশিয়া কাপে টানা তিনদিন খেলতে নামল টিম ইন্ডিয়া। মঙ্গলবার কলম্বোয় সুপার ফোরের তাদের দ্বিতীয় ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামল রোহিত শর্মা-র দল। এদিন জিতলেই ফাইনালে উঠে যাবে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে জয়ী একাদশে একটা পরিবর্তন করা হল। উইনিং কম্বিনেশন ভেঙে পেসার-অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে। পিচে টার্ন আছে দেখে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা, শুমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা।
দেখুন ছবিতে
Shardul Thakur has been rested today. Axar Patel is in! pic.twitter.com/sPg3bngmZn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 12, 2023
শ্রেয়স আইয়ারের চোট সেরে উঠলেও তাঁকে বিশ্রাম দেওয়া হল। প্রসঙ্গত, শ্রেয়সের চোট থাকায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে কেএল রাহুল অনবদ্য সেঞ্চুরি করেন। অন্যদিকে, লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেছিলেন ইশান কিষাণ।
সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটা রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনে প্রথমে ব্যাট করা ভারতের ইনিংসের ২৪.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর দিন রিজার্ভ ডে-তে সোমবার বিরাট কোহলি -লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরি, কুলদীপ যাদবের অনবদ্য স্পেলে ভারত ২২৮ রানে রেকর্ড ব্যবধানে পাকিস্তানে হারিয়েছিল।