UAE Cricket (Photo Credit: Emirates Cricket/ X)

Asia Cup 2025: এশিয়া কাপে এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে ওঠার লড়াইটা এবার সরাসরি পাকিস্তান (Pakistan vs UAE) ও আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহির মধ্য়ে হয়ে গেল। সোমবার আবুধাবিতে ওমান (UAE vs Oman)-কে ৪২ রানে হারিয়ে প্রথম জয় পেল ইউএই। আয়োজক দেশের এদিনের জয়ে নায়ক অধিনায়ক তথা তারকা ওপেনার মুহম্মদ ওয়াসিম (৫৪ বলে ৬৯)। পাকিস্তান ও ইউএই-দুটি দেশই চলতি এশিয়া কাপে ভারতের কাছে হেরেছে, আর ওমানকে হারিয়েছে। এবার বুধবার পাকিস্তান ও ইউএই ম্যাচের জয়ী দল সুপার ফোরে উঠবে। টিম ইন্ডিয়ার গ্রুপের শেষ ম্যাচ দুর্বল ওমানের সঙ্গে থাকায় সূর্যকুমার যাদবদের গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে ওঠা নিশ্চিত। চলতি এশিয়া কাপে ইউএই-কে ৯ উইকেটে ও পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেখানে পাকিস্তান ৯৩ রানে ওমানকে, আর এদিন ইউএই ৪২ রানে হারাল ওমানকে।

এক নজরে আজকের  স্কোরবোর্ড

দারুণ ব্যাটিং অধিনায়ক মুহম্মদ ওয়াসিমের

এদিন, প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ইউএই করে ৫ উইকেটে ১৭২ রান। জবাবে ওমান ১৩০ রানে অল আউট হয়। ভারতের পর ইউএই-র কাছে হেরে বিদায় নিল ওমান। গ্রুপ বি থেকে টানা দুটি ম্য়াচ হেরে বিদায় নিয়েছে হংকং। ওমান তাদের শেষ ম্যাচে শনিবার নামছে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। টানা দুটি ম্যাচে জিতে সূর্যকুমার যাদব-দের চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে ওঠা কার্যত নিশ্চিত। এবার এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পাকিস্তান না ইউএই কে সুপার ফোরে ওঠে সেটা দেখার।

দারুণ জয় ইউএই-র

বুধবার দুবাইয়ে পাকিস্তানকে হারানোর চ্য়ালেঞ্জ ইউএই অধিনায়কের

বুধবার দুবাইয়ে গ্রুপে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছেন সলমন আলি আঘা ও মুহম্মদ ওয়াসিম। এদিন ওমানকে হারিয়ে উঠে ম্য়াচ সেরার পুরস্কার হাতে ইউএই অধিনায়ক ওয়াসিম হুমকি দিলেন, পাকিস্তান আমাদের হাল্কাভাবে নিলে বড় ভুল করলে। আমাদের পাকিস্তানকে হারানোর ক্ষমতা আছে সেটা বুধবার প্রমাণ হবে।"