Suryakumar Yadav Skips Handshake: পহেলগামে জঙ্গি হামলার পর হওয়া প্রথম ভারত-পাকিস্তান (India vs Pakistan) মধ্যে আম ভারতীয়দের মধ্য়ে ক্ষোভ আছে। সেই কথা সোশ্যাল মিডিয়া খুললেই টের পাওয়া যাচ্ছে। ভারত সরকার কেন এই ম্যাচ আয়োজন হতে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে বিতর্কের ছবি হতে দিলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। রবিবার দুবাইয়ে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha, )-র সঙ্গে করমর্দন এডিয়ে গেলেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার। সৌজন্য়ের কথা ভুলে দেশবাসীর আবেগকেই গুরুত্ব দিলেন সূর্যকুমার। বিশ্ব ক্রীড়ায় এমন ঘটনা সাম্প্রতিককালে বেশ কয়েকবার দেখা গিয়েছে। গ্র্য়ান্ডস্লাম সহ বিভিন্ন টেনিস টুর্নামেন্টে রাশিায়ান ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে খেলার আগে বা পরে সৌজন্য মেনে হাত মেলান না ইউক্রেনের খেলোয়াড়রা।
এশিয়া কাপ ২০২৫-এর হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে টসে সূর্যকুমার যাদবের হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়ে পাক সমর্থকরা বিতর্কের তৈরি করছেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে প্রচলিত নিয়ম মেনে হাত মেলাননি কেন তা নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত পাক সংবাদমাধ্যম।
হাত মেলালেন না অধিনায়ক সূর্যকুমার যাদব
𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩, 𝐈𝐍𝐃 𝐯𝐬 𝐏𝐀𝐊: 𝐒𝐮𝐫𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫 𝐘𝐚𝐝𝐚𝐯 𝐚𝐯𝐨𝐢𝐝𝐬 𝐡𝐚𝐧𝐝𝐬𝐡𝐚𝐤𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐏𝐚𝐤𝐢𝐬𝐭𝐚𝐧 𝐜𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐚𝐭 𝐭𝐨𝐬𝐬
India captain Suryakumar Yadav avoided the customary handshake with his Pakistan counterpart Salman Ali Agha during the… pic.twitter.com/hMXkmyjn8t
— IndiaToday (@IndiaToday) September 14, 2025
ম্যাচ শুরুর আগে দু দেশের দুই অধিনায়ক পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন, আর টস পরিচালনা করছিলেন রবি শাস্ত্রী। তবে আনুষ্ঠানিকতা হিসেবে হাত মেলানোর পরিবর্তে তারা কেবল টস সেরে যে যার চলে যান। তবে টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী আটটি দেশের অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে শেষে পাক অধিনায়ক সলমনের সঙ্গে মিলিয়েছিলেন সূর্যকুমার।