Asia Cup 2025 Schedule: পহেগলাম জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের উত্তেজনা শেষে আবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে হতে চলা এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়ে গেল বিসিসিআই। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত মেলায় বিসিসিআই এশিয়া কাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিল। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর টি-২০ ফর্ম্যাটে হবে এবারের এশিয়া কাপ। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে এবারের এশিয়া কাপ। আর সব ঠিক থাকলে সেপ্টেম্বরে পরপর তিনটি রবিবার তিনটি ভারত-পাক ম্যাচ হতে পারে। India vs Pakistan Asia Cup T20 2025 গ্রুপ লিগে ১৮ সেপ্টেম্বর, সুপার ফোরে ২১ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৮ সেপ্টেম্বর।
ভারতের গ্রুপে আছে পাকিস্তান, ইউএই এবং ওমান
ভারত, পাকিস্তান, ইউএই এবং ওমান আছে গ্রুপ এ-তে। আর গ্রুপ বি-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। লিগে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৪ সেপ্টেম্বর, রবিবার। দুটি গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে দুটি দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্য়াচ খেলবে। সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচ ২১ সেপ্টেম্বর, রবিবার।
পরপর তিনটি রবিবার হয়তো হবে ভারত-পাক ম্যাচ
তার মানে এক সপ্তাহের ব্যবধানে দু বার বাইশ গজের ২০ ওভারের ফর্ম্যাটে মুখোমুখি হবে ওয়াঘার দুপাড়ের দেশ। এরপর সুপার ফোরে পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি দল উঠবে ফাইনালে। সব ঠিক থাকলে ভারত ও পাকিস্তান ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে তিনবার তিন সপ্তাহের তিনটি রবিবারের মধ্যে তিনবার ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে। সূর্যকুমার যাদবের চোট থাকায় খেলতে পারবেন না। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবারের এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, বাংলাদেশের কাছে সিরিজ হার পাকিস্তান খেলবে সলমন আঘার নেতৃত্বে।
গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত
আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হবে ২০ ওভারের টুর্নামেন্ট। মোট আটটি দেশ অংশ নেবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মধ্যে মূলত লড়াই হবে। আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি, হংকং, ওমান ও নেপালও খেলবে এবারের এশিয়া কাপে। শেষবার ২০২৩ সালে হওয়া এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।
এক নজরে এশিয়া কাপের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ- ভারত, পাকিস্তান, ইউএই, ওমান।
গ্রুপ বি- বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং।
টিম ইন্ডিয়ার ম্যাচ
১০ সেপ্টেম্বর- ইউএই
১৪ সেপ্টেম্বর-পাকিস্তান
১৯ সেপ্টেম্বর- ওমান
বাংলাদেশের ম্যাচ
১১ সেপ্টেম্বর: হংকং
১৩ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান
পাকিস্তানের ম্যাচ
১২ সেপ্টেম্বর- ওমান
১৪ সেপ্টেম্বর-ভারত
১৭ সেপ্টেম্বর- ইউএই
সুপার ফোরের ম্যাচ
ভারতের সম্ভাব্য ম্যাচ
২১ সেপ্টেম্বর: পাকিস্তান
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ/শ্রীলঙ্কা/আফগানিস্তান
২৬ সেপ্টেম্বর: বাংলাদেশ/শ্রীলঙ্কা/আফগানিস্তান
ফাইনাল-
২৮ সেপ্টেম্বর, রবিবার।
পূর্ণাঙ্গ সূচি
লিগের সূচি-
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর: ভারত বনাম ইউএই
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইউএই
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান
সুপার ফোরের খেলা
২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর
ফাইনাল
২৮ সেপ্টেম্বর