Asia Cup 2025 Promo: পহেলগাও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, যুদ্ধ পরিস্থিতির কথা অতীত করে এবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ক্রিকেটে খেলতে নামবে ভারত। যে বিষয়টি নিয়ে তীব্র আপত্তি রয়েছে দেশবাসীর। এরই মধ্যে টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে প্রোমো হাজির করল সম্প্রচারকারী সংস্থা 'সোনি স্পোর্টস নেটওয়ার্ক'(Sony Sports Network)। এমন ধরনের প্রোমো যে কোনও টুর্নামেন্টের আগে এনে দর্শকদের মধ্যে আগ্রহ বা হাইপ তৈরির চেষ্টা করে সম্প্রচারকারী সংস্থা। কিন্তু এবারের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে আম ভারতীয়দের মধ্যে ক্ষোভটা প্রোমো প্রকাশের পর ধরা পড়ল। যে বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)কে পাকিস্তানকে কটাক্ষ করতে দেখা যায়, সেই বীরুই তিন তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলা এশিয়া কাপের প্রচার করছেন দেখে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
প্রোমোতে ঠিক কী দেখানো হল
আগামী ৯ সেপ্টেম্বর হতে চলা এশিয়া কাপের প্রোমোটিতে দেখা যাচ্ছে, বড় পর্দায় দেখানো হচ্ছে পাকিস্তানের বোলাররা বল করছেন, আর খেলার একেবারে শেষের দিকে ছক্কা হাঁকিয়ে জিতছে ভারত। আর সেটি এক বৃদ্ধর সঙ্গে উদযাপন করছেন সেওয়াগ।
দেখুন এশিয়া কাপ ২০২৫-এর প্রোমো
140 crore dhadkanein ek saath dhadkegi apni #TeamIndia ke liye! 💙🇮🇳 Kyunki rag rag mein hain rang Bharat ka. 🇮🇳🔥
Dekhiye Asia Cup September 9 se Sony Sports Network ke TV Channels aur Sony LIV par!#RagRagMeinBharat #TeamIndia #AsiaCup #SonyLIV #SonySportsNetwork pic.twitter.com/SgCFONOm6n
— Sony Sports Network (@SonySportsNetwk) August 22, 2025
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
টিভিতে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল- সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ৩, সোনি স্পোর্টস ৪, সোনি স্পোর্টস ৫-এ সরাসরি দেখা যাবে আসন্ন এশিয়া কাপ টি-২০ ক্রিকেট। অনলাইনে সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে খেলা। ১০ সেপ্টেম্বর থেকে এবারের এশিয়া অভিযান শুরু করছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়ার সূচি
আগামী ১ সেপ্টেম্বর সূর্যদের প্রথম ম্য়াচের প্রতিপক্ষ আয়োজক দেশ সংযুক্ত আরবআমিরশাহি। এরপর ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। আর ১৮ সেপ্টেম্বর লিগের শেষ ম্যাচে ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। এরপর ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ। সুপার ফোনে পাকিস্তান ছাড়াও সূর্যদের খেলতে হবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মধ্যে দুটি দলের বিরুদ্ধে। ফাইনাল ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।