ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভার শেষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সিদ্ধান্ত হয়, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। বিষয়টি নিশ্চিত করেন এসিসির সভাপতি ও বিসিসিআইয়ের সচিব জয় শাহ(Jay Shah)। আগামী এশিয়া কাপ যেন পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নেয়া হয়, সেজন্য তারা দাবি জানাবেন বলেও জানা যায়।
We'll have Asia Cup 2023 at a neutral venue. It's the govt which decides over the permission of our team visiting Pakistan so we won't comment on that but for the 2023 Asia Cup, it is decided that the tournament will be held at a neutral venue: BCCI Secretary Jay Shah
(File Pic) pic.twitter.com/mvWlqlsgei
— ANI (@ANI) October 18, 2022
ভারত শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালের জুনে। আর পাকিস্তান শেষবার ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৩ সালের জানুয়ারিতে। এরপর দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে পাকিস্তান ক্রিকেট কাউন্সিল (পিসিবি) ও বিসিসিআই আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ সিরিজ আয়োজন করতে পারেনি। বা পাকিস্তানের মাটিতে ভারত কোন ম্যাচ খেলতে যাইনি। তবে অন্য দেশে বহুবার মুখোমুখি হয়েছে দুই দল। কিন্ত পাকিস্তানের মাটিতে বাবর আজমের (Babar Azam) দলের বিরুদ্ধে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) লড়াই দেখার আশা কার্যত শেষ হয়ে গেল।