Asia Cup 2022: শ্রীলঙ্কার কাছে লজ্জার হার রোহিতদের, এশিয়া কাপ থেকে কার্যত বিদায় ভারতের, মাথা হেঁট আইপিএলের দেশের
Team India.(Photo Credits; Twitter)

দুবাই, ৬ সেপ্টেম্বর; মাথাহেঁট ভারতীয় ক্রিকেটের। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে কার্যত বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানের ঢঙেই ভারতকে এক বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে দিল লঙ্কা। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ১৭৩ রান। এক বল বাকি থাকতে ৪ উইকেটে সেই রান তুলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে জঘন্য হারের পর পরপর তিনটি ম্যাচে জিতে শ্রীলঙ্কার ক্রিকেটে সেই পুরনো ঝলক। আর আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে মহালজ্জা। কাল, বুধবার আফগানিস্তানকে প্রত্য়াশামত পাকিস্তান যদি হারিয়ে দেয়, তাহলেই এবারের এশিয়া কাপ থেকে সুপার ফোর পর্ব থেকেই বিদায় নেবে টিম ইন্ডিয়া।

এবারের এশিয়া কাপে খেলতে নামার আগে ভারত এর আগের দুটি সংস্করণে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল। সেখান থেকে সুপার ফোর থেকে বিদায়ের পরিস্থিতি, সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটের এটাই সবচেয়ে বড় ব্যর্থতা হতে চলেছে। আরও পড়ুন-লজ্জার হারের ম্যাচে রোহিতের বড় নজির

আইপিএলের দেশে টি টোয়েন্টি খেলাতে ওড়ে কোটি কোটি টাকা। প্রতিদিন জন্ম নেয় কত তারকা। সেই কোটি কোটি টাকার আইপিএলের দেশকে উড়িয়ে দিল ক মাস আগেই পুরো পুরো দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কা। মঙ্গলবার দুবাইকে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হল শ্রীলঙ্কার। আর বৃহস্পতিবার সুপার ফোরে তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও রোহিত শর্মাদের ফাইনালে উঠে হলে অলৌকিক কিছু হতে হবে। ভারতকে এখনও ফাইনালে উঠতে হলে, বুধবার আফগানিস্তানকে হারাতে হবে পাকিস্তানকে, বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে জিততে হবে  টিম ইন্ডিয়াকে। আর শুক্রবার শ্রীলঙ্কাকে হারাতে হবে পাকিস্তানকে।

দেখুন টুইট

সেক্ষেত্রে শ্রীলঙ্কা সুপার ফোরে তিনটি ম্যাচে জিতেই ফাইনালে উঠবে। আর ভারত. পাকিস্তান, আপগানিস্তান তিনটি দলই একটি করে ম্যাচ জিতবে। সেক্ষেত্রে এই তিনটি দলের যার নেটরান রেট ভাল তারা ফাইনালে উঠবে। তাই সেই জটিল হিসেবে রোহিতরা এখনো পুরোপুরি বিদায় নেননি। তবে লঙ্কার কাছে হারের পর এশিয়া কাপে ভারতকে নিয়ে আর কেউ আশা দেখতে রাজি নন।

সুপার ফোরের শেষ ৩টি ম্যাচ

পাকিস্তান বনাম আফগানিস্তান (বুধবার)

ভারত বনাম আফগানিস্তান (বৃহস্পতিবার)

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (শুক্রবার)

(চারটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু। ম্যাচগুলি হবে দুবাইয়ে।)

এশিয়া কাপে সুপার ফোরের পয়েন্ট টেবিল

১) শ্রীলঙ্কা (২ ম্যাচে) -৪ পয়েন্ট, ২) পাকিস্তান (১ ম্যাচে)-২ পয়েন্ট, ৩) আফগানিস্তান (১ ম্যাচে-০ পয়েন্ট), ৪) ভারত (২ ম্যাচে-০ পয়েন্ট)