Ravi Ashwin: কপিল দেবের পর এবার ডেল স্টেইনকে টপকে চারশোর ক্লাবে ফার্স্টবয় অশ্বিন
Ravi Ashwin celebrates fall of a wicket. (Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ১৪ মার্চ: মোহালিতে ভেঙেছিলেন কপিল দেব (৪৩৪)-এর রেকর্ড। আর আজ, বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনে টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে। টেস্টে অশ্বিন এখন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আট নম্বরে উঠে এলেন। মানে অশ্বিনের আগে এই বিষয়ে আগে আছেন শুধু সেরা সাত বোলার। টেস্ট ক্রিকেটে ৪৩৯টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেটপ্রাপক স্টেইন। সেই স্টেইনের ৪৩৯ উইকেটের মাইলফলক ছাপিয়ে গেলেন অশ্বিন। ৯৩টি ম্যাচ খেলে ১৭১টি ইনিংসে বল করে স্টেইন নিয়েছিলেন ৪৩৯টি টেস্ট উইকেট। অশ্বিন সেটা ছাপিয়ে গেলেন তাঁর ৮৬তম টেস্টে ১৬২টি ইনিংসে।  স্টেইনকে যেখানে ৪৩৯টি টেস্ট উইকেট পেতে বল করতে হয়েছিল ২৭ হাজারটি, সেখানে তাঁর চেয়ে চার হাজারের মত কম ডেলিভারি করেই সেই রেকর্ড ভাঙলেন অশ্বিন।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়েছিলেন অশ্বিন, তারপর আজ দ্বিতীয় ইনিংসে কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডিসিলভা-র উইকেট তুলে নিয়ে স্টেইনকে ছাপিয়ে গেলেন। সিরিজ শুরুর আগে অশ্বিনের ঝুলিতে ছিল ৪৩০টি টেস্ট উইকেট। আরও পড়ুন: কলকাতার বুকে রঞ্জিতে ধোনির দল করল ৮৮০ রান!

অশ্বিনের ঠিক সামনে এখন কোর্টনি ওয়ালশ (৫১৯)। মানে শুধুমাত্র ৪০০-র টেস্ট উইকেটের ক্লাবে অশ্বিন এখন শীর্ষে। প্রসঙ্গক, টেস্টে সর্বাধিক উইকেটশিকারী হলেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলীধরন (৮০০), দুইয়ে আছেন শেন ওয়ার্ন (৭০৮)। বর্তমানে খেলা বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (৬৪০*)। টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হলেন অনিল কুম্বল (৬১৯)। টেস্ট উইকেটেশিকারে শুধুমাত্র পাঁচশোর ক্লাবে আছেন কোর্টনি ওয়ালশ (৫১৯), স্টুয়ার্ট ব্রড (৫৩৭*), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)।