Ben Stokes (Photo Credit: England Cricket/ X)

Ashes Series 2025-26: ঐতিহ্যের অ্যাসেজ সিরিজের শুরুটা হল একেবারে নাটকীয় কায়দায়। পারথে সারাদিন উইকেটের বৃষ্টি হল। এবারের অ্যাসেজে প্রথম দিনে দুটি দল মিলিয়ে মোট ১৯টি উইকেট পড়ল। পারথে সারাদিনে প্রায় ২টি ইনিংস শেষ হয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শেষ হয় মাত্র ৩২ ওভারে, ১৭২ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ১২৩ রান। স্টিভ স্মিথের নেতৃত্ব নামা অজিরা এদিন ৩৯ ওভার ব্যাট করে। সারাদিনে ৭১.৫ ওভার খেলা হয়, পড়ে মোট ১৯টি উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের চেয়ে অস্ট্রেলিয়া এখনও ৪৯ রানে পিছিয়ে, হাতে আর মাত্র ১টি উইকেট। অজি তারকা পেসার মিচেল স্টার্কের ৫৮ রান দিয়ে ৭ উইকেটের অবিশ্বাস্য স্পেলের পর অসাধারণ স্পেল করেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। স্টোকস ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ইংল্যান্ডের অপর দুই পেসার জোফ্রা আর্চার ও ব্রেন্ডন কার্সে ২টি করে উইকেট নেন। দিনের শেষে অপরাজিত অবস্থায় থাকেন দুই অজি টেলেন্ডার নাথান লিঁয় (৩) ও অভিষেক টেস্টে খেলতে নামা ব্রেন্ডান ডাগেট (০)।

দিনের সেরা ইনিংস- হ্যারি ব্রুক (৫২)

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান হ্যারি ব্রুক (৫২)-এর। ভাল ব্যাট করেন ওলি পোপ (৪৬) ও জ্যামি স্মিথ (৩৩)। জো রুট শূন্য রানে আউট হন। ইংল্যান্ডের চারজন ব্যাটার কোনও রান করতে পারেননি, দুই অঙ্কের রান করেন মাত্র চারজন। ইংল্যান্ডের শেষ পাঁচটি উইকেট পড়ে মাত্র ১২ রানের মধ্যে। স্টার্কের আগুনে স্পেলে ঝলসে যায় পুরো ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন আলেক্স কারি (২৬)। অভিষেক টেস্টে খেলতে নামা অজি ওপেনার জ্যাক ওয়েদারয়াল্ড শূন্য রানে আউট হন। অধিনায়ক স্টিভ স্মিথ ১৭ রানে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে উসমান খোয়াজা (২), ওপেন করতে নামা মার্নাস লাবুশানে (৯) আউট হন। অস্ট্রেলিয়ার শেষ ৫টি উইকেটের পতন হয় ৪৫ রানে।

দু দিনেই কি শেষ হবে পারথের অ্যাসেজ টেস্ট

আগামিকাল, শনিবার পারথ টেস্টের দ্বিতীয় দিনেই শেষ হলে অবাক হওয়ার থাকবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পারথের পিচ যেভাবে সবুজ জীবন্ত হয়ে আছে তাতে এবারের অ্যাসেজের শুরুটা একেবারে নাটকীয় করে দিল।