মহিলাদের এক টেস্টের অ্যাসেজ সিরিজে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে ৮৯ রানে হারিয়ে অ্য়াসেজ জিতল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৮ উইকেট তুলে ম্য়াচের নায়িকা অজি স্পিনার অ্যাশলে গার্ডনার। প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট পেয়েছিলেন। জয়ের জন্য রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৭৮ রানে। আট বছর পর মহিলাদের ক্রিকেটে টেস্টে ফয়সালা হল। মহিলাদের টেস্ট মানেই ড্র, সেই মিথ ভাঙল।

গতকাল, ম্য়াচের চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১১৬ রান। শেষ দিন ইংল্যান্ডকে করতে হত আরও ১৫১ রান, অজিদের দরকার ছিল ৫ উইকেট। সেখানে এদিন ইংল্য়ান্ডের শেষ পাঁচ উইকেট পড়ল মাত্র ৬২ রানে। অফ স্পিনার গার্ডনার একাই ইংল্যান্ডকে শেষ করে দিলেন। আট বছর পর অস্ট্রেলিয়া মহিলা দলকে টেস্ট জয়ের স্বাদ এনে দিলেন গার্ডনার। প্রসঙ্গত, ট্রেন্টব্রিজে মহিলাদের একমাত্র অ্যাসেজ টেস্টের প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে অজিরা করেছিল ৪৭৩ রান, জবাবে ইংল্য়ান্ড ৪৬৩ রানে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে অজি মহিলা দল করে ২৫৭ রান। ফলে জিততে হলে টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্য়ান্ড মহিলা দলকে করতে হত ২৬৭ রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শুধু ড্য়ানিয়েল ওয়াট (৫৪)। আরও পড়ুন-নিজের রাজ্য ছেড়ে গুজরাটের হয়ে রঞ্জি খেলবেন রবি বিষ্ণোই, কিন্তু কেন

দেখুন টুইট

মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার একাধিপত্যের দাপট অব্যাহত থাকল। ওয়ানডে, টি টোয়েন্টি-র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অজি মহিলা দল এবার অ্য়াসেজও জিতল। এমনিতে মহিলাদের ক্রিকেটে টেস্ট খুবই কম খেলা হয়। তাই একটা টেস্ট জিততে অজি মহিলা ক্রিকেট দলের লেগে গেল আটটা বছর।