Sania Mirza. (Photo Credits:Twitter)

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনরত দেশের কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা। এর আগে অলিম্পিক সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া সমর্থন জানান সাক্ষী মালিক, ববিতা ফোগাত, বজরঙ পুনিয়াদের আন্দোলনকে। প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, হরভজন সিংও দেশের আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। আইওসি সভাপতি পিটি ঊষা কুস্তিগিরদের আন্দোলনের তীব্র সমালোচনা করতেই সাক্ষীদের পাশে দাঁড়াচ্ছেন দেশের তারকা ক্রীড়াবিদরা।

সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জা এই নিয়ে লিখলেন, " একজন অ্য়াথলিট হিসেবে, বিশেষ করে একজন মহিলা হয়ে ওদের আন্দোলনের ছবিগুলো দেখে কষ্ট হচ্ছে। ওঁরা আমাদের দেশকে অনেক সম্মান, পুরস্কার এনে দিয়েছে এবং আমরা সেটা ওদের সঙ্গে সেলিব্রেট করেছি। যদি আমরা ওদের সঙ্গে তখন আনন্দ ভাগ করে নিই, তাহলে আমাদের উচিত এই কঠিন সময়ে ওদের পাশে দাঁড়ানোর। এটা খুবই স্পর্শকাতর বিষয় এবং গুরুতর অভিযোগ। আমি আশা করি খুব দ্রুত সত্য়ি সামনে আসবে, আর সত্যি এখানে ন্যায় বিচার পাবে।"আরও পড়ুন-রোনালদোর দলকে ছাড়িয়ে এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াদল মাহির চেন্নাই সুপার কিংস

সানিয়ার টুইট

দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং বললেন, সাক্ষী, বিনেশরা ভারতের গর্ব। একজন ক্রীড়াবিদ হিসেবে এটা দেখে আমার কষ্ট হচ্ছে যে এভাবে ওদের প্রতিবাদ করতে হচ্ছে। ওরা যাতে বিচার পায় তার জন্য প্রার্থনা করছি।"ভারতের ক্রিকেটবিশ্বকাপ জয়ী প্রথম অধিনায়ক কপিল দেব তাঁর ইনস্টা স্টোরিতে সাক্ষী মালিক, ববিতা ফোগাকদের ছবি দিয়ে লিখলেন, ওরা কি কখনও বিচার পাবে?

হরভজন সিংয়ের টুইট

সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ী নীরজ চোপড়া লিখলেন, আমাদের দেশের অ্যাথলিটরা ন্যায়ের দাবিতে রাস্তায় নামতে হয়েছে, এটা দেখে আমি আঘাত পেয়েছি। তাঁরা কঠোর পরিশ্রম করে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের গর্বিত করেছেন। দেশে হিসেবে আমাদের কর্তব্য প্রতিটি মানুষ, অ্যাথলিট বা অন্য যে কারও সততা ও সম্মান সুরক্ষিত করা। যেটা হচ্ছে সেটা কখনই হওয়া উচিত হয়নি। এটা স্পর্শকাতর ইস্যু, এবং অবশ্য সেটা নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে খতিয়ে দেখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য ন্যায়দান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।"