Team India. (Photo Credits: X)

Oval Test Team India Squad: বৃহস্পতিবার থেকে লন্ডনের ওভাল সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। সিরিজে ১-২ পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে ওভাল টেস্ট মরণবাঁচনের। সিরিজ হার এড়াতে হলে শেষ টেস্টে জিততেই হবে শুভমন গিলদের। আর সেটা করতে হলে ইংল্যান্ডের ২০টি উইকেট তুলতে হবে। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে বেন স্টোকসরা ৬৬৯ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা মুখ বাঁচালেও বোলাররা পুরো ফ্লপ। কিন্তু ওভালে সেটা করলেই মাথা নিচু করে ইংল্যান্ড ছাড়তে হবে গিলদের। ওভালে ভারতীয় বোলিং আক্রমণকে ঢেলে সাজানো হতে পারে। সব মিলিয়ে ওভালে ভারতীয় দলে চারটি পরিবর্তন হওয়ার কথা। তার মধ্যে তিনজনই বোলার।

জশপ্রীত বুমরার খেলার আশা কমছে। বাদ পড়ছেন আনশুল কাম্বোজ। চোট সারিয়ে প্রথম একাদশে ফিরছেন আকাশদীপ। সেই সঙ্গে অবশেষে টেস্ট অভিষেক হতে চলেছে পঞ্জাবের পেসার আর্শদীপ সিং-য়ের। দেশের হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্য়াচ খেলার পর জাতীয় দলের জার্সিতে আর্শদীপের পাঁচদিনের ক্রিকেটে অভিষেক হতে চলেছে। টি-২০ আন্তর্জাতিকে ভারতের হয়ে ৬৩টি ও ওয়ানডে-তে ৯টি ম্যাচ খেলেছেন ২৬ বছরের মধ্যপ্রদেশের গুণায় জন্মানো পেসারের। বুমরার জায়গায় খেলবেন আর্শদীপ। শার্দুল ঠাকুরের জায়গায় প্রথমবার সিরিজে নামানো হতে পারে তারকা স্পিনার কুলদীপ যাদব-কে।

মহম্মদ সিরাজের চোট সেরে ওঠায় ওভালে খেলা নিয়ে সমস্যা নেই। চোট পেয়ে ছিটকে যাওয়া ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেলের প্রথমে একাদশে থাকা নিশ্চিত। ম্যানচেস্টারে ব্যর্থ হওয়া সাই সুদর্শনের জায়গায় তিন নম্বরে ব্যাট করার জন্য করুণ নায়ারকে দলে ফেরানো হতে পারে। ওভালে দুই অলরাউন্ডার সহ তিন স্পিনারে যেতে পারে টিম ইন্ডিয়া-রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। তিন স্পেশালিস্ট পেসার হিসাবে খেলতে চলেছে মহম্মদ সিরাজ, আকাশদীপ, ও আর্শদীপ সিং।

ওভালে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল,করুণ নায়ার, শুভমন গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আকাশদীপ, মহম্মদ সিরাজ।

এক নজরে কার জায়গায় কে আসতে পারেন

জশপ্রীত বুমরার পরিবর্তে আর্শদীপ সিং

আনশুল কাম্বোজের পরিবর্তে আকাশদীপ

শার্দুল ঠাকুরের পরিবর্তে কুলদীপ যাদব

সাই সুদর্শনের পরিবর্তে করুণ নায়ার