Arshdeep Singh. (Photo Credits:X)

ICC Men T20I Cricketer of the Year 2024: বিশ্বকাপ জয়ের বছরে বর্ষসেরার স্বাদ। আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম, অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড, ও জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা-কে টপকে বর্ষসেরা হলেন পঞ্জাবের ২৫ বছরের বাঁ হাতি পেসার আর্শদীপ। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হলেন বিশ্বকাপজয়ী নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কের।

২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৮টি ম্যাচে মোট ৩৬টি উইকেট নেন আর্শদীপ। এবছর আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার সঙ্গেও আছেন আর্শদীপ।

আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার আর্শদীপ সিং

গত বছর টি-২০ বিশ্বকাপে ১৭টি উইকেট নেন টুর্নামেন্টের যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন আর্শদীপ। টি-২০ বিশ্বকাপের ফাইনালে অধিনায়ক আইডেন মার্করাম সহ দক্ষিণ আফ্রিকার দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন আর্শদীপ। গত দু'বছর বর্ষসেরা টি-২০ ক্রিকেটার ছিলেন সূর্যকুমার যাদব।