ICC Men T20I Cricketer of the Year 2024: বিশ্বকাপ জয়ের বছরে বর্ষসেরার স্বাদ। আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম, অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড, ও জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা-কে টপকে বর্ষসেরা হলেন পঞ্জাবের ২৫ বছরের বাঁ হাতি পেসার আর্শদীপ। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হলেন বিশ্বকাপজয়ী নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কের।
২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৮টি ম্যাচে মোট ৩৬টি উইকেট নেন আর্শদীপ। এবছর আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার সঙ্গেও আছেন আর্শদীপ।
আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার আর্শদীপ সিং
Congratulations to Arshdeep Singh for being voted the ICC Men's T20I Cricketer of the Year 2024.
May you keep winning more awards and wish you another year filled with lots of success 👏🙌#TeamIndia | @arshdeepsinghh pic.twitter.com/n8KG1QLyLJ
— BCCI (@BCCI) January 25, 2025
গত বছর টি-২০ বিশ্বকাপে ১৭টি উইকেট নেন টুর্নামেন্টের যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন আর্শদীপ। টি-২০ বিশ্বকাপের ফাইনালে অধিনায়ক আইডেন মার্করাম সহ দক্ষিণ আফ্রিকার দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন আর্শদীপ। গত দু'বছর বর্ষসেরা টি-২০ ক্রিকেটার ছিলেন সূর্যকুমার যাদব।