জয়পুর, ১৪ অক্টোবর: বল হাতে চমকে দিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে সচিন পুত্র অর্জুন একবারে বিধ্বংসী বোলিং করলেন। নিয়মিত প্রথম একাদশে থাকতে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলছেন অর্জুন। আর শুক্রবার জয়পুরে হায়দরাবাদের বিরুদ্ধে গোয়ার হয়ে খেলে বাঁ হাতি পেসার অর্জুন ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে নিলেন ৪টি উইকেট। তারকা ব্যাটার তিলক ভর্মাকে আউট করেন অর্জুন। ইনিংসের প্রথম ওভার থেকেই আগুনে বল করছিলেন অর্জুন।
একটা ওভার মেডেনও দেন সচিন পুত্র। কিন্তু অর্জুন ছাড়া গোয়ার আর কোনও বোলাররা একেবারেই ভাল বল করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ করে ১৭৭ রান, জবাবে অর্জুনের গোয়া ১৮.৫ ওভারে ১৪০ রানে অল আউট হয়ে যান। ৯ নম্বরে ব্যাট করতে নেমে রবি তেজার বলে ২ রানে বোল্ড হয়ে যান অর্জুন। স্নেহাল কাঠানকারের নেতৃত্বে গোয়ার জার্সিতে এই টি২০ টুর্নামেন্টে খেলছেন সচিন-অঞ্জলী পুত্র। আরও পড়ুন-বুমরার জায়গায় অবশেষে বিশ্বকাপের মূল দলে শামি
দেখুন টুইট
4⃣ overs
1⃣0⃣ runs
4⃣ wickets
Arjun Tendulkar scalped a fantastic four-wicket haul for Goa against Hyderabad 👏
Watch the left-arm pacer’s bowling spell here🎥🔽https://t.co/Nauq12ZL0f#GOAvHYD | #SyedMushtaqAliT20 | @mastercardindia pic.twitter.com/eAqNI6BbUP
— BCCI Domestic (@BCCIdomestic) October 14, 2022
এদিকে, সৈয়দ মুস্তাক আলির অন্য ম্যাচে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে পৃথ্বী শ ৬১ বলে ১৩৯ রান করলেন। অসমের বিরুদ্ধে ম্যাচে ৪৬ বলে ঝড়ো সেঞ্চুরি করেন। ১৯ বলে তিনি করেছিলেন হাফ সেঞ্চুরি। এর পর ২১৯.৬৭ স্ট্রাইক রেটে ৬১ বলে ১৩৪ রানের সুনামী বইয়ে দেন পৃথ্বী শ'। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি এবং ৯টি সুদীর্ঘ ওভার বাউন্ডারি।