World Champion Argentina. (Photo Credits:Twitter)

আজ, সোমবার ভারতীয় সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। জাকার্তার লেলোরা বুং মেন স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচে লিওনেল মেসি খেলছেন না। মেসি না খেললেও ফিফা ব়্য়াঙ্কিংয়ে এক নম্বর দেশ তথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বের আগ্রহ আছে। ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৪৯ তম স্থানে থাকা ইন্দোনেশিয়া কতটা লড়াই দিতে পারে লিওনেল স্কালোনির দলকে সেটাই দেখার। একেবারে ডেভিড বনাম গোলিয়াথ হতে যাচ্ছে এই ম্য়াচ। গত বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসি সেই ম্যাচের মাত্র ২ মিনিটেই গোল করেছিলেন।

আর কয়েক মাস পরেই ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতাপর্বে প্রথম ম্যাচে সেপ্টেম্বরে আর্জেন্টিনা খেলবে ইকুয়ডরের বিরুদ্ধে। খুব সম্ভবত মেসিকে যোগ্যতাপর্বে পাবে না আর্জেন্টিনা। মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর ২০২৬ বিশ্বকাপে খেলবেন না। ফলে স্কালোনির কাছে চ্য়ালেঞ্জ মেসিকে ছাড়া দলকে দাঁড় করানো। ইন্দোনেশিয়া ম্যাচ থেকেই সেই চ্য়ালেঞ্জটা শুরু হচ্ছে বিশ্বজয়ী কোচের। তাদের শেষ ৪৫টি ম্যাচে আর্জেন্টিনা মাত্র একটি ম্য়াচ হেরেছে।  মেসিদের সেই একমাত্র হারটা এসেছিল কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে।

কোন দেশে কখন থেকে শুরু হবে এই ম্যাচ

আসুন দেখে নেওয়া যাক এই ম্য়াচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-

কবে, কোথায় আয়োজিত হবে আর্জেন্টিনা বনাম ইন্দোনেশিয়া প্রীতি ফুটবল ম্যাচ

আজ, সোমবার ১৯ জুন জাকার্তায় আয়োজিত হবে এই ম্যাচ

কখন থেকে শুরু হবে এই খেলা

ভারতীয় সময় সন্ধ্য়া ৬টা থেকে শুরু হবে খেলা

টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে খেলা

এই ম্যাচ ভারতীয় কোনও টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে না

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

VU Sports অ্যাপ এবং ইউ টিউবে কিছু চ্য়ানেল যেমন আই স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ। তবে ইউ টিউবে অনেক চ্য়ানেলই সরাসরি ম্যাচ দেখানোর দাবি করে শুধু টেক্সট কমেন্ট্রি করে। তাই সব দেখেশুনে সরাসরি খেলা দেখুন।

দুই দল ফিফা ব়্যাঙ্কিংয়ে কে কোথায়

আর্জেন্টিনা: ১, ইন্দোনেশিয়া: ১৪৯