World Champion Messi. (Photo Credits: Twitter)

লিওনেল মেসি (Lionel Messi)- র স্বপ্নপূরণ। অবশেষে মেসি জিতলেন বিশ্বকাপ। রবিবার লুসেইল স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াই ৬ গোলের নাটকীয় ফাইনালে শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ১২০ মিনিটের ৬ গোলের উত্তেজনায় ভরা ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। এমবাপেকে কাঁদিয়ে শেষ হাসি হাসলেন লিওনেল মেসিই।  ৩৬ বছর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন দিয়েগো মারাদোনা, আর এবার মেসি দেশকে এনে দিলেন বিশ্বকাপ। ১৯৭৮, ১৯৮৬-র পর ২০২২ বিশ্বকাপে জিতে আর্জেন্টিনার দখলে গেল তৃতীয় বিশ্বকাপ খেতাব। এদিন, ফাইনালে জোড়া গোল করেন মেসি। জীবনের পঞ্চম বিশ্বকাপে নেমে অধরা মাধুরী বিশ্বকাপ জিতলেন মেসি।

টাইব্রেকারে অনবদ্য গোলকিপিং করে মেসি ও আর দেশবাসীর স্বপ্নপূরণ করলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিনো মার্টিনেজ। অন্যদিকে, ফাইনালে হ্যাটট্রিক করেও হেরে ট্র্য়াজিক হিরো হয়েই মাঠ ছাড়তে হল ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। আরও পড়ুন-

বিশ্বকাপ জেতার পর কোচ স্কেলানির কান্না

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। এদিন, জোড়া গোল করে বিশ্বকাপ জিতে দুনিয়া সেরার তকমা নিয়ে মেসি মাঠ ছাড়লেন। কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হলেন মেসি। বিশ্বকাপে মোট ১৩টি গোল করে পেলেকেও ছাপিয়ে গেলেন মেসি।

অভিনন্দন আর্জেন্টিনা

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।