FIFA World Cup Finals 2022 Live: বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। টাইব্রেকারে অনবদ্য সেভ করে মেসিকে বিশ্বকাপ জেতালেন আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ। বিশ্বকাপে জোড়া গোল করে মহানায়ক মেসি। অবশেষে বিশ্বকাপ জিতলেন মেসি।
কাতার বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup Final 2022) গড়াল টাইব্রেকারে। নির্ধারিত ১২০ মিনিটে খেলার ফল দাঁড়াল ৩-৩। আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকেও এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স।ম্যাচের নির্ধারিত ৯০মিনিটের খেলা ২-২ শেষ হয়। এরপর এক্সট্রা টাইমের ১০৮ মিনিটে মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে হেরেছিল ফ্রান্স। এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের ফাইনাল টাইব্রেকারে গড়াল।
এক্সট্রা টাইমের ১০৮ মিনিটে মেসির গোলে ৩-২ গিয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে মেসির এটা ১৩তম গোল। এরপর ম্যাচের ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এমবাপে ফ্রান্সকে ৩-৩ সমতায় ফেরান এমবাপে। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে নজির গড়লেন এমবাপে। ১৯৫৬-র পর ২০২২ ফুটবল বিশ্বকাপে হল হ্য়াটট্রিক। এমবাপে ৩. মেসি ২। আর্জেন্টিনা ৩, ফ্রান্স। এই জায়গায় দাঁড়িয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল।
ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে দাপটের সঙ্গে খেলছিল। কিন্তু এরপরই ৯৭ সেকেন্ডের মধ্য়ে দুটি গোল করে ফ্রান্সকে সমতায় ফিরিয়ে চমকে দিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। নির্ধারিত সময়ের খেলা শেষ হল ২-২। এবার হবে ৩০ মিনিটের এক্সট্রা টাইম। এই নিয়ে আটবার বিশ্বকাপের ফাইনাল এক্সট্রা টাইমে গড়াল। এখনও পর্যন্ত মাত্র দুটো বিশ্বকাপ ফাইনালের ফয়সালা টাইব্রেকারে হয়।
দেখুন এমবাপের গোল
📹 for the @FrenchTeam fans who missed the second ⚽ while celebrating for the first 😉
Hold on to your seats for this dramatic #FIFAWorldCup Final, LIVE on #JioCinema & #Sports18 📺📲#ARGFRA #Qatar2022 #FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/voRrs2jX1W
— JioCinema (@JioCinema) December 18, 2022
লিওনেল মেসিকে টপকে কাতার বিশ্বকাপে ৭টি গোল করে ফেললেন এমবাপে। সমতা ফিরে দারুণ খেলছে ফ্রান্স। ২০০২- রোনাল্ডোর পর এই প্রথম কেউ বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করলেন। গত বিশ্বকাপের ফাইনালেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন এমবাপে। বিশ্বকাপের ফাইনাল এখন ২-২। কোয়ার্টার ফাইনালেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষের দিকে দুটি গোল হজম করেছিল আর্জেন্টিনা। শেষ অবধি অবশ্য মেসিরা টাইব্রেকারে জিতেছিলেন।
প্রথমার্ধে অবিশ্বাস্য ফুটবল খেলে আর্জেন্টিনা (Argentina)। ম্যাচের ২৩ মিনিটে লিয়োনেল মেসির (Lionel Messi) পেনাল্টির পর, ৩৬ মিনিটে অ্যাঞ্জেলো দি মারিয়ার গোলে ২-০ এগিয়ে গেল আর্জেন্টিনা। হাফ টাইম পর্যন্ত ২-০ এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্সকে প্রথমার্ধে প্রায় খুঁজেই পাওয়া গেল না।
দেখুন টুইট
2 - Kylian Mbappé has scored two goals in the space of 97 seconds, becoming the first player to score a brace in a World Cup final since Ronaldo for Brazil vs Germany in 2002. Ignition. pic.twitter.com/qSJVKmdaek
— OptaJoe (@OptaJoe) December 18, 2022
বিশ্বকাপের নক আউটের প্রতিটি ম্য়াচেই গোল করে নজির গড়লেন মেসি। কাতার বিশ্বকাপে মেসির ৬টা গোল করা হয়ে গেল। তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। এই অবস্থায় খেলা শেষ হলে, মেসি তাঁর প্রথম বিশ্বকাপ জিতবেন, আর্জেন্টিনা জিতবে তৃতীয় বিশ্বকাপ। পাশাপাশি গোল্ডেন বল, গোল্ডেন বুট সবই জিতবেন মেসি। গোলমুখে মেসিরা যেখানে এখনও পর্যন্ত ৬টি শট মেরেছেন, তখন ফরাসিরা একটাও পারেনি। আর্জেন্টিনার বল পজিশন ৬০ শতাংশ।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র করেছিলেন মেসিরা। শেষ অবধি অবশ্য টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। আরও পড়ুন-
দেখুন মেসির পাশে দি মারিয়ার গোলের ভিডিয়ো
What beautiful build-up play, with Messi at the heart of it, that sees Angel Di-Maria double it for Argentina 🇦🇷
— Mimi Fawaz (@MimosaFawaz) December 18, 2022
দেখুন মেসির পেনাল্টি গোল
MESSI PENALTY GOAL IN THE WORLD CUP FINAL VAMOS VAMOS VAMOS pic.twitter.com/qo20uFy9Qj
— Ziad is NOT in pain 🇦🇷 (@Ziad_EJ) December 18, 2022
আর্জেন্টিনার একাদশ- এমিলিনো মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওতামেন্ডি, আকুনা, রডরিগো দি পল, এনজো ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, অ্যাঞ্জেল দি মারিয়া, লিয়োনেল মেসি, হুলিয়ান আলবারেস
ফ্রান্সের একাদশ- হুগো লরিস, কাউন্দে, ভারানে, উপামেককানো, থিও হার্নান্ডেজ, তুচুয়ামেনি গ্রিজম্যান, ব়্যাবিওট,দেম্বেলে, জিরু, এমবাপে