প্যারিস, ১৪ মে: Anti Sex Bed: আর মাত্র কটা দিন, তারপরই প্যারিসে শুরু হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক (Paris Olympics 2024)। গেমসে অংশ নিতে যাওয়া দশ হাজারেরও বেশী অ্যাথলিটরা থাকবেন প্যারিসের সুবিশাল অলিম্পিক ভিলেজে (Olympic Village)। আর অলিম্পিক ভিলেজে অ্যাথলিটদের বিশ্রাম, বিনোদন, খাওয়া দাওয়া সব কিছুই দুনিয়ার সেরা ব্যবস্থা করছেন আয়োজকরা।
অলিম্পিকে ভিলেজে অ্যাথলিটদের বিনামূল্য কন্ডোমও দেওয়া হবে। কিন্তু অলিম্পিক ভিলেজে যেন অ্যাথলিটরা যৌনতার নেশায় বুঁদ হয়ে তাদের পারফরম্যান্সে খারাপ প্রভাব পড়ে, সেই জন্য বিশেষ ব্যবস্থা করল আয়োজকরা।
দেখুন ছবিতে
‘Anti-sex’ beds have arrived at Paris Olympics — after horny athletes admit to orgies amid competition https://t.co/sfM6kpuQ1e pic.twitter.com/cOhXpMFYfF
— New York Post (@nypost) May 14, 2024
গেমস ভিলেজে বেশ কিছু ঘরে থাকছে অ্যান্টি সেক্স বেড। এই ধরনের বিছানায় এমন ব্যবস্থা থাকছে যাতে কিছুতেই যৌনতা করার অভিজ্ঞতা শারীরিক দিক থেকে সুখকর না হয়। বিছানাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দু জনে পাশাপাশি শোয়া কষ্টকর।