নীরজো চোপড়ার এবার খেলায় এবার সোনার মেয়ে পেল ভারত। হাংঝৌ এশিয়ান গেমসে মহিলাদের জ্য়াভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতের অন্নু রানি (Annu Rani)। ৬২.৯২ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুড়ে চলতি এশিয়াডে ভারতকে ১৫ তম সোনা এনে দিলেন উত্তরপ্রদেশের মিরাটের ৩১ বছরের মেয়ে। ৯ বছর আগে ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু। আগামিকাল, বুধবার পুরুষদের জ্য়াভলিন থ্রোয়ে নামছেন নীরজ চোপড়া।
গত বছর দেশের প্রথম মহিলা হিসেবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে জ্যাভলিন থ্রোয়ে পদক জিতেছিলেন অন্নু রানি। ২০২২ কমনওয়েলেথ গেমসে ব্রোঞ্জ জেতার পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছেন অন্নু।
দেখুন ভিডিয়ো
Annu Rani, Golden girl. 🔥
62.92m 💪#IndiaAtAsianGamespic.twitter.com/JldDf0Pp4s
— Prayag (@theprayagtiwari) October 3, 2023
দেখুন ছবিতে
ANNU RANI WINS 🥇 IN JAVELIN THROW AT #AsianGames2023
With a SB of 62.92m, ace Annu Rani secures the 👑 in Women's Javelin Throw.
This is her 2nd Asiad 🎖️ after '18 🥉 and the 1st ever 🥇 for 🇮🇳 in Women's Javelin Throw.#Athletics #Javelin #AsianGames2022 pic.twitter.com/ORQ24J8X6X
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) October 3, 2023
এর আগে আজ, মঙ্গলবার হাংঝৌ গেমসে ভারতের প্রথম সোনার পদকটি জেতেন পারুল চৌধুরী। মহিলাদের ৫ হাজার মিটার স্টিপলচেজে সোনা জেতেন পারুল।