Annu Rani: বিশ্ব অ্য়াথলেটিক্সে (2025 World Athletics Championships) জ্য়াভলিন থ্রোয়ে ফের হতাশার খবর ভারতের জন্য। নীরজ চোপড়া (Neeraj Chopra)-র পদক জিততে না পারার হতাশার পর এবার বিশ্ব অ্য়াথলেটিক্স মহিলাদের জ্যাভলিন থ্রোয়ের (Women's Javelin Throw) ফাইনালে উঠতে ব্যর্থ হলেন অন্নু রানী। জ্য়াভলিন থ্রোয়ে ভারতের এক নম্বর মহিলা অ্য়াথলিট হলেন মিরাটের মেটে অন্নু । টোকিওয় আয়োজিত বিশ্ব অ্য়াথলেটিক্সের ফাইনালে উঠতে হলে অন্নুকে ছুড়তে হত ৬২.৫০ মিটার। সেখানে ৩৩ বছরের উত্তর প্রদেশের মিরাটের এই জ্য়াভলিন থ্রোয়ার ছোড়েন মাত্র ৫৫.১৮ মিটার। ১৮ জনের মধ্যে অন্নু শেষ করলেন ১৫ নম্বরে। দুবারের অলিম্পিয়ান ও এশিয়ান গেমসে সোনা জয়ী অন্নুর সেরা থ্রো হল ৬৩.৮২ মিটার (জাতীয় রেকর্ড, জামশেদপুরে)। চলতি বছর ইন্ডিয়ান ওপেনে ৬২.০১ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন অন্নু। এদিন, টোকিও-য় নিজের সেরার ধারেকাছে যেতে পারলেন না অন্নু।
সেরা থ্রো ৬৬.০৬ মিটার, সেখান অন্নুর থ্রো প্রায় ১১ মিটার পিছনে
এদিন মহিলাদের জ্য়াভলিন থ্রোয়ের যোগ্যতাপর্বে ১৮ জনের মধ্যে মাত্র ৩ জন ফাইনালে উঠলেন। সার্বিয়ার আদ্রিয়ানা ভিলাগোস ৬৬.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে যোগ্যতাপর্বে প্রথম হলেন। দ্বিতীয় ও তৃতীয় হয়ে ফাইনালে উঠলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ম্যাকেনজি লিটল (৬৫.৫৪ মিটার) ও ইকুয়েডরের জুলেয়সি আনগুলো।
বিশ্বমঞ্চে ব্যর্থ হলেন অন্নু
A disappointing performance from Annu Rani at #WorldAthleticsChamps 💔
She finishes 15th in women's javelin Group A Qualification with a subpar best throw of 55.18m.#IndianAthletics pic.twitter.com/gamV0DXcHE
— The Bridge (@the_bridge_in) September 19, 2025
ফাইনালে উঠলেন তিনজন মহিলা, গতরকাল ফাইনালে অষ্টম হন নীরজ চোপড়া
গতকাল, বৃহস্পতিবার বিশ্ব অ্য়াথলেটিক্সে পুরুষদের জ্য়াভলিন থ্রোয়ের ফাইনালে ৮৪.০৩ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুড়ে অষ্টম স্থানে শেষ করায় পদক জেতা হয়নি দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার।