Andre Russell IPL Retirement: আন্দ্রে রাসেলকে দল থেকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর এবার আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন রাসেল। আইপিএলে টানা ১২টি মরসুম খেলার পর আর এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিলেন ৩৭ বছরের ক্যারিবায়ন অলরাউন্ডার। আগামী মরসুমে কলকাতার কোচিং স্টাফ হিসাবে দেখা যাবে রাসেলকে। ২০১২ ও ২০১৩-দুটি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের স্কোয়াডে থাকার পর, ২০১৪ আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন রাসেল। বাকিটা ইতিহাস। কেকেআর-এর জার্সিতে দুবার আইপিএল জয় টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সেরা অলরাউন্ডার, সবচেয়ে বড় ম্যাচ উইনার, সবার সেরা স্ট্রাইক রেট সহ বহু পুরস্কার জেতেন ড্রে রাস।
সম্মানের জন্য আইপিএল কেরিয়ার শেষ করবেন বলেই অবসরের সিদ্ধান্ত
আচমকা অবসর কেন? আইপিএলে ক্যারিবিয়ান কিংবদন্তি অলরাউন্ডার বলছেন, বিবর্ণ পারফরম্যান্স করে মিলিয়ে যেতে চাই না। 'সম্মানের সঙ্গেই আইপিএল কেরিয়ার শেষ করতে চেয়েছিলাম।'বললেন জামাইকার ৩৭ বছরের তারকা ক্রিকেটার। ঠিক একই রকমভাবে মুম্বই ইন্ডিয়ন্সের অলরাউন্ডার কায়রন পোলার্ড আইপিএল থেকে অবসর নিয়েছিলেন।
দেখুন আইপিএল থেকে অবসর নিয়ে কী বললেন রাসেল
Hanging up my IPL boots… but not the swagger 💜💛
What a ride it’s been in the IPL — 12 seasons of memories, and a whole lot of love from the @KKRiders family 🙏🏿
I’ll still be smashing sixes and taking wickets in every other league around the world 🌎🔥
And the best part?… pic.twitter.com/S5kU0YFRcR
— Andre Russell (@Russell12A) November 30, 2025
নাইট মালিক শাহরুখ খানের অত্যন্ত পছন্দের ক্রিকেটার রাসেল
গত কয়েকটা মরসুম রাসেল আর নাইট রাইডার্স, একেবারে সমার্থক শব্দ হয়ে উঠেছিল। কখনও অবিশ্বাস্য ঝড়ো ব্যাটিং, তো কখনও আবার দারুণ বোলিং স্পেল করে শাহরুখ খানের দলকে অনেক ম্যাচ একা হাতেই দলকে জিতিয়েছন। ব্যাট হাতে গত কয়েকটা মরসুমে রাসেলই ছিলেন নাইটদের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ক'দিন আগে রাসেলকে যখন শাহরুখ খানের দল ছেড়ে দিয়েছিল,তখন অনেকেই অবাক হয়েছিলেন।
আইপিএলে রাসেলের কিছু বড় কীর্তি
১) ২০১৯ আইপিএলে টুর্নামেন্টে সর্বাধিক রান। (৫১০ রান)
২) ১৬ বলে হাফ সেঞ্চুরির নজির (সান রাইজার্সের বিরুদ্ধে ২০১৯ আইপিএল)
৩) চারটি আইপিএলে এক মরসুমে ৩০০-র বেশি রান ও ১০টির বেশি উইকেট।
৪) একটা ওভারে চার উইকেট নেওয়া আইপিএলের একমাত্র ক্রিকেটার।
৫) ২০১৯ আইপিএলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার।
৬) ১৬ বার আইপিএলে প্লেয়ার অফ ম্যাচের পুরস্কার।