Sarfaraz Khan. (Photo Credits:Twitter)

ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স করেও কিছুতেই জাতীয় দলে সুযোগ হচ্ছিল না। অবশেষে রাজকোট টেস্টে জাতীয় দলের জার্সিতে প্রথমবার সুযোগ পান মুম্বইয়ের সরফরাজ খান (Sarfaraz Khan)। বহু প্রতীক্ষার পর সরফরাজকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে প্রথম একাদশে দেখে মাঠে আনন্দে কেঁদে ফেলেন সরফরাজের বাবা নৌশাদ খান। অনেক কঠোর পরিশ্রমের পর ছেলেকে দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার পর নৌশাদের কান্না দেখে গোটা দেশ মুগ্ধ হয়।

এবার সরফরাজের বাবা নৌশাদকে পরিশ্রম, সাহস, ধৈর্যের জন্য মাহিন্দ্রা থর গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন কোম্পানির মালিক আনন্দ মাহিন্দ্রা। এক্স প্ল্যাটফর্মে আনন্দ মাহিন্দ্রা লেখেন, " আশা ছেড়ো না, শুধু। কঠোর পরিশ্রম, সাহস, ধৈর্য। নিজের ছেলেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এর চেয়ে কোয়ালিটি আর লাগে না। অনুপ্রেরণামূলক অভিভাবক হওয়ার জন্য আমি উপহার হিসেবে নৌশাদ খানকে থর গাড়ি নিতে আবেদন করছি।

দেখুন আনন্দ মাহিন্দ্রা উপহার ঘোষণার বার্তা

গতকাল, বৃহস্পতিবার রাজকোটে তাঁর অভিষেক টেস্টে খেলতে নেমে সরফরাজ ৬৬ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলার সময় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। রবীন্দ্র জাদেজার ভুলে সাড়া দিয়েই রান আউট হন সরফরাজ। যা দেখে হতাশ নৌসাদের মুখ দেখে নেটিজেনদের মনখারাপ হয়ে যায়।