Amanjot Kaur and Deepti Sharma Rescue India. (Photo Credits:X)

IND W vs SRI W World Cup 2025: বড় হোঁচট থেকে দলকে বাঁচালেন ভারতীয় মহিলা দলের দুই তারকা দীপ্তি শর্মা (Deepti Sharma) ও আমনজোত কৌর (Amanjot Kaur)। একেবারে খাদের কিনায় দাঁড়িয়ে সপ্তম উইকেটে দীপ্তি ও আমনজোত ১০৩ রান যোগ করে দলকে ভাল জায়গায় নিয়ে যান। আজ, মঙ্গলবার গুয়াহাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২৪ রানের মধ্য়ে ৬ উইকেট হারিয়ে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দীপ্তি ও আমনজোতের হাফ সেঞ্চুরি ইনিংসের সুবাদে ভারতীয় মহিলা দল ৪৮ ওভারে করল ৮ উইকেটে ২৬৯ রান। বৃষ্টির কারণে ম্যাচের দুটি ওভার কমিয়ে দেওয়া হয়। এবার শ্রীলঙ্কাকে উদ্বোধনী ম্যাচে অঘটন ঘটিয়ে জিততে হলে ৪৮ ওভারে করতে হবে ২৭০ রান। যা গুয়াহাটির পিচে মোটেও সহজ হবে না। একেবারে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে বাঁচাল দীপ্তি-আমনজোতের ব্যাট। আট নম্বরে নেমে আমনজোত করলেন ৫৬ বলে ৫৭ রান। আর দীপ্তি ৫৩ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেললেন। সপ্তম উইকেটে দুজনে যোগ করলেন ১০৩ রান। আমনজোতের আউটের পর ৯ নম্বরে নেমে স্নেহ রানার ১৫ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস বেশ কার্যকরী হয়।

স্মৃতি মন্ধনা থেকে রিচা ঘোষরা ব্যর্থ হলেন

চণ্ডিগড়ের ২৫ বছরের মেয়ে আমনজোত স্পেশালিস্ট পেসার হিসাবে খেলছেন। কিন্তু এদিন দলের প্রয়োজনে অনবদ্য ইনিংস খেললেন। এটিই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে তাঁর ব্যাট হাতে সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ২০। স্মৃতি মন্ধনা (৮) থেকে জেমিমা রডরিগেজ (০), হরমনপ্রীত কৌর (২১) থেকে বাংলার রিচা ঘোষ (২)-র মত তারকা ব্যাটাররা ব্যর্থ হন। দীপ্তি, আমনজোতদের পাশাপাশি লড়াকু ইনিংস খেলেন ওপেনার প্রতীকা রাওয়াল (৩৭) ও হরলিন দেওল (৪৮)। শ্রীলঙ্কার ৩৯ বছর বয়সী স্পিনার ইনোকা রণবীরা ৪৬ রান দিয়ে ৪টি উইকেট নেন।

বাঁচল বিপর্যয়-

এক ওভারে তিনটি বড় উইকেট নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন লঙ্কান স্পিনার রণবীরা

লঙ্কান স্পিনার রণবীরা এক ওভারের মধ্যে তিনটি উইকেট নিয়ে ভারতকে একেবারে কোণঠাসা করে দিয়েছিলেন। রণবীরের একই ওভারে (ইনিংসের ২৬ তম ওভারে) পরপর আউট হন হরলিন দেওল, হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষ। ২ উইকেটে ১২০ থেকে কয়েকটা বলের মধ্যে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৪। তাসের ঘরের মত ভেঙে পড়েছিল হরমনপ্রীতদের ইনিংস। শেষ পর্যন্ত লজ্জা বাঁচল এক অলরাউন্ডার ও এক টেলেন্ডারের সৌজন্যে।

শ্রেয়া ঘোষালের স্মরণীয় পারফরম্যান্সে গুয়াহাটিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ আলো ছড়ায়

দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমে শুরুতেই বড় হোঁচট খেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার গুয়াহাটিতে শ্রেয়া ঘোষালের স্মরণীয় পারফরম্যান্সের উদ্বোধনী অনুষ্ঠানে পর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়েছিলেন হরমনপ্রীত কৌর-রা।