গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারানোর নায়ক ছিলেন ইংল্যান্ডের তারকা ওপেনার আলেক্স হেলস (Alex Hales)। অ্যাডিলেডে রোহিত শর্মাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেলস ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন। অপর ওপেনার জস বাটলার অপরাজিত ছিলেন ৮০ রান। মাত্র ১৬ ওভারে ভারতের করা ১৬৮ রান তাড়া করে বিনা উইকেটে জিতেছিল ইংল্য়ান্ড। রোহিতদের স্বপ্নভঙ্গ করে সেই সেমিফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন হেলস। সেই হেলসই আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার আলেক্স হেলস (Alex Hales) আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে জানালেন।
গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৩৪ বছরের হেলস জাতীয় দলে ফেরার লড়াই ছেড়ে দিয়ে অবসর নিলেন। দেশের হয়ে ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে, ও ৭৫টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন হেলস। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ২০১১ সালে ভারতের বিরুদ্ধে কার্ডিফ ওয়ানডে-তে। আরও পড়ুন-নেটে ১৪০ কিমির গতির বল সামলাচ্ছেন, দ্রুত ম্যাচ ফিট হওয়ার পথে ঋষভ পন্থ
দেখুন টুইট
Alex Hales has announced his retirement from International cricket. pic.twitter.com/p8REzal0AB
— CricketMAN2 (@ImTanujSingh) August 4, 2023
একটা সময় মনে করা হয়েছিল হেলসই হতে চলেছেন সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বিস্ফোরক ওপেনার। কেরিয়ারের শুরুটা দারুণ করলেও ধারাবাহিকতার অভাবে ভুগে ওয়ানডে দল থেকে বছর চারেক আগে সেই যে বাদ পড়েন, আর ফিরতে পারেননি। তবে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলে কামব্যাক করেছিলেন। শেষবার দেশের হয়ে ওয়ানডে খেলেন ২০১৯ সালে। আর ১১টি টেস্টের ছোট্ট কেরিয়ার শেষ হয়েছিল ২০১৬ সালে।