Cristiano Ronaldo of Al Nassr. (Photo Credits: Twitter)

আজ, সোমবার রাতে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের পেশাদার ফুটবল লিগে আল নাসেরের জার্সিতে রোনাল্ডোর আজ গুরুত্বপূর্ণ ম্যাচ। রোনাল্ডোর দল এখন লিগ তালিকায় দ্বিতীয়। খেতাব জিততে হলে আল নাসেরকে এখন বাকি সব কটা ম্যাচ জিততে হবে। রোনাল্ডোর আল নাসের ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়ে দু নম্বরে আছে। সেখানে শীর্ষস্থানে থাকা আল-ইতিহাদ সম সংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে এখান থেকে রোনাল্ডোরা পয়েন্ট নষ্ট করলেই খেতাব জয় থেকে ছিটকে যেতে পারে। রোনাল্ডো চলতি মরসুমে ১২টি গোল করেছেন।

যে ম্যাচে রোনাল্ডো ভাল খেলছেন,একেবারে জ্বলে উঠছেন আবার যখন পারছেন না, অনেকটা ফিকে দেখা দেখাচ্ছে। সৌদি লিগে খেতাব জিততে না পারলে রোনাল্ডোকে নিয়ে সমালোচনা হবে, তা বলার অপেক্ষা রাখে না। রোনাল্ডোদের এদিনের প্রতিপক্ষ আল-খলিজ লিগ তালিকায় ১৪তম স্থানে আছে। পূর্ণ শক্তিতেই রোনাল্ডোদের আটকাতে নামবেন তাঁরা।

কবে, কোথায় আয়োজিত হবে আল-নাসের বনাম আল-খলিজা ম্যাচটি

সৌদি পেশাদার লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র আল নাসের বনাম আল খলিজা ম্যাচটি আয়োজিত হবে কেএস ইউ স্টেডিয়ামে আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এই ম্যাচ

ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে খেলা।

ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা

সোনি স্পোর্টস নেটওয়ার্কে সৌদি পেশাদার ফুটবল লিগের সব খেলা দেখা যাবে। এই ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস ১ এসডি/এইচডি চ্যানেলে।

ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলা

সোনি লিভ অ্য়াপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা

Al-Nassr vs Al-Khaleej