Ajinkya Rahane (Photo Credit: @CricSuperFan/ X)

Ajinkya Rahane: পাঁচ বছর দায়িত্বে থাকার পর, মুম্বইয়ের (Mumbai) অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানে। নতুনদের জায়গা করে দিতে নেতার দায়িত্ব ছাড়লেন বলে জানিয়েছেন ৩৭ বছরের রাহানে। তবে অধিনায়ক না থাকলেও, তিনি দলের সদস্য হিসাবে বড় অবদান রাখতে চান বলে রাহানে জানিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০২৩-২৪ মরসুমে রঞ্জিতে তাদের ৪২তম খেতাব জিতেছিল মুম্বই। জোর জল্পনা, মুম্বই ক্রিকেট সংস্থারা রাহানেকে বার্তা দিয়েছিলেন, আগামী মরসুমে দলের অধিনায়ক হিসাবে নির্বাচকরা নতুন কাউকে ভাবছেন। গত রঞ্জিতে রাহানের নেতৃত্বে খেলে বিদর্ভের কাছে সেমিফাইনালে হেরেছিলেন রাাহনেরা। রাহানের সরে দাঁড়ানোর মুম্বইয়ের অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন আয়ুষ মাত্রে। এছাড়াও লড়াইয়ে আছেন সূর্যকুমার যাদব, শিবম দুবেও। মুম্বইয়ে আছেন শার্দুল ঠাকুর, শামস মুলানি, তানুশ কোতিয়ানের মতও তারকাও।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানে এবার শাহরুখ খানের দলের দায়িত্ব ছাড়েন কি না সেটাই দেখার। কারণ শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পরের মরসুমে কোর দল ধরে রেখে রাহানের অধিনাকত্বে খেলে ব্যর্থ হয়। চন্দ্রকান্ত পন্ডিত কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর, রাহানের ইস্তফা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে।

দেখুন মুম্বইয়ের নেতৃত্ব ছেড়ে কী বললেন রাহানে

দায়িত্ব ছাড়লেন রাহানে