No Handshake: পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের মত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর ধারা অব্যাহত রাখলেন ভারতের ক্রিকেটাররা। আজ, রবিবার কলম্বোয় মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (Women's Cricket World Cup 2025) টসের পর পাকিস্তানের অধিনায়িকা ফতিমা সানা (Fatima Sana)-র সঙ্গে করমর্দন করলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। পাক অধিনায়িকা ফতিমাও এড়িয়ে গেলেন হরমনপ্রীতদের। কদিন আগেই পুরুষদের এশিয়া কাপে টানা তিনটি রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল। তিনবারই পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় ক্রিকেটাররাও পাক ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম সৌজন্য না দেখিয়ে এড়িয়ে গিয়েছিলেন। পাকিস্তানের ক্রিকেট কর্তার থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যদিও এশিয়া কাপ শুরুর আগে পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল সূর্যকুমারকে। কিন্তু পহেলগাম হামলার পরেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে দেশবাসীর ক্ষোভের কথা বুঝতে পেরে টিম ইন্জিয়ার ক্রিকেটাররা অবস্থান বদল করেছিলেন।
দেখুন ছবি ও ভিডিওতে
India vs Pakistan Match ICC Women's World Cup 2025 🏆🚨
❌ No Handshakes,
After the Toss, Pakistan won the toss and elected to Bowl first.
Indian Captain - Harmanpreet Kaur
Pakistan Captain - Fatima Sana #INDvsPAK #Cricket #SmritiMandhana pic.twitter.com/skx0BSGgrX
— Globally Pop (@GloballyPop) October 5, 2025
এশিয়া কাপের সময় পাক অধিনায়ক সমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার
no handshake between surya kumar yadav and pakistan captain during toss time Asia Cup 2025 #asiacup pic.twitter.com/wKiJhRqkig
— Cricket Lover (@CricketLover_55) September 21, 2025
পুরুষদের এশিয়া কাপে টানা তিনটি রবিবারের পর এবার মহিলাদের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান। আজ, রবিবার দুপুরে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবীন লিগে তাদের দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামল ভারতীয় দল। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হয়েছে খেলা। কলম্বোয় মহারণে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাকিস্তানের অধিনায়িকা ফতিমা সানা। ভারতীয় দলে একটা পরিবর্তন আমনজোত কৌরের পরিবর্তে প্রথম একাদশে এলেন তারকা পেসার রেণুকা সিং। উদ্বোধনী ম্য়াচে আমনজোতের দুরন্ত ব্য়াটিংয়ে ভর করে ভারত জিতলেও রেণুকার মত তারকা পেসারকে দলে নিতে তাঁকে বাদ দিতে হল। পাকিস্তানের প্রথম একাদশেও একটা বদল-ওমাইমা সোহেলের পরিবর্তে খেলছেন সাদাস শামাস।