পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভাল বোলিং করল আফগানিস্তান। সোমবার পুণেতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ২৪১ রানের মধ্যে বেঁধে রাখলেন আফগানরা। রশিদ খানের কেরিয়ারে শততম ওয়ানডে ম্যাচে আফগানদের জিততে প্রয়োজন ২৪২ রান। ক দিন আগে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২৮২ রান তাড়া করে অনায়াসে জিতেছিল কাবুলিওয়ালার দেশের ক্রিকেট দল। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাকে হারাতে হলে খুব বেশী কষ্ট করার কথা নয় গুরবাজ, ইব্রাহিম জার্দান, হাশমাতুল্লা শাহিদি-দের।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত বল করলেন ২৩ বছরের বাঁ হাতি আফগান পেসার ফাজালহক ফারুকি। ৩৪ রান দিয়ে ৪ উইকেটের অনবদ্য স্পেল করলেন ফারুকি। ১৮৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু সেখান থেকে অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৩) ও মহেশ থিকশানা (২৯) ভাল ব্যাটিং করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। শততম ওয়ানডে ম্যাচে ৫০ রান দিয়ে এক উইকেট নেন রশিদ খান।মুজিব উর রহমান নেন দুটি উইকেট। শ্রীলঙ্কার কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার পাথুম নিসাঙ্কা (৪৬)-র। ব্যাটারদের একেবারেই বড় শট খেলার সুযোগ দেননি রশিদরা।
পায়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শনকা। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কাকে নেতৃত্বে দিচ্ছেন কুশল মেন্ডিস।