AFC Cup: দীর্ঘদিন পর মাঠে নামছে এটিকে মোহনবাগান, জানুন কখন- কীভাবে দেখবেন  ATK Mohun Bagan vs Bengaluru FC ম্যাচ
এটিকে মোহনবাগান (Photo Credits: Twitter@atkmohunbaganfc)

এএফসি কাপের ( AFC Cup) গ্রুপ লিগের ম্যাচে আজ, বুধবার মলদ্বীপে মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)-বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। করোনার কারণে গত ফুটবল মরসুমে অনেকটা নষ্ট হয়ে যাওয়ার পর, দীর্ঘদিন পর নামছে এটিকে মোহনবাগান। অ্যান্তনিও হাবাসের দল আত্মবিশ্বাসে তুঙ্গে থেকেই নামছে এই ম্যাচে। আসুন দেখে নেওয়া যাক এই ম্যাচ কোথায় কীভাবে দেখা যাবে-- আরও পড়ুন: টোকিওতে খেলা অলিম্পিয়ানদের আগামী দু বছরে দেশের ৭৫টি স্কুলে পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর অনুরোধ প্রধানমন্ত্রী

এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচটি কবে কোথায় আয়োজিত হবে

আজ বুধবার, ১৮ অগাস্ট মলদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে।

কোন অবস্থায় এই খেলা হচ্ছে

এটি হল এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচ। এই গ্রুপে ভারতের সেরা দুটি ক্লাবের পাশাপাশি আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের ক্লাব এস অ্যান্ড আর সি। এটি হল গ্রুপ ডি। রাউন্ড রবিন পদ্ধতিতে এই গ্রুপে তিন দিন খেলা হবে। আজ, ১৮ অগাস্ট প্রথম দিন। এরপর ২১ ও ২৪ অগাস্ট পরের দুটি খেলা। গ্রুপে সবাই সবার সঙ্গে একবার করেই খেলবে। গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠবে।

টিভিতে কোথায় দেখা যাবে এই খেলা

এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলাটি বিকেল সাড়ে ৪টে থেকে সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে

অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ

ডিজনি+ হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

এটিকে মোহনবাগানের স্কোয়াড কী রকম

গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, অমরিন্দর সিং।। ডিফেন্ডার-দীপক টাঙ্গরি, আশুতোষ মেহতা, অভিলাষ পাল, সুমিত রাঠি, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, শুভাশীষ বোস, লেনি রডিরেগজ, মনবীর সিং।। মিডফিল্ডার- কিয়ান নাসরি, শেখ সাহিল, অভিষেক ধনঞ্জয় সূর্যবংশী, রিকি শাবং, বিদ্যানন্দ সিং, এংসন সিং নিগমবাম।। ফরোয়ার্ড- ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, হুগো বোউমোউস, কার্ল ম্যাকহুগো।

কারা এগিয়ে

ধারেভারে কিছুটা হলেও এগিয়ে এটিকে-মোহনবাগান। তবে মরসুমের শুরুর দিকে ম্যাচ বলে এগিয়ে, পিছিয়ে থাকার হিসেব কষা কঠিন।