এএফসি কাপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাউন্ডে গ্রুপ পর্বের অভিযান জয় দিয়ে শুরু করল মোহনবাগান। গতকাল (১৬ অগস্ট,২০২৩) যুবভারতী ক্রীড়াঙ্গণে এই প্ৰথমবার দুই দল মুখোমুখি হল আন্তঃমহাদেশীয় কোনও ফুটবল টুর্নামেন্টে। মোহনবাগানের কোচ ফেরান্দোর লক্ষ্য ছিল এ এফ সি কাপ, আর সেই পথে এক ধাপ এগোল তারা। ডার্বিতে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল কামিন্সকে। এই ম্যাচে বিশ্বকাপার জেসন কামিন্সকে রেখেই প্রথম একাদশ সাজান হুয়ান ফেরান্দো। এএফসি কাপের লক্ষ্যেই শক্তিশালী দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড ডার্বিতে হারায় মোহনবাগানের আত্মবিশ্বাসে বেশ কিছুটা ধাক্কা লেগেছিল। কিন্তুর ডার্বির হার ভুলে অনবদ্য শুরু করে মোহনবাগান। ৩৮ মিনিটে গোলের খাতা খোলে মোহনবাগান। গোল করেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি।তবে মোহনবাগান সমর্থকদের জন্য সেরা মুহূর্ত হয়ে রইল ম্যাচের ৬০ মিনিট। গোল করেন বিশ্বকাপার জেসন কামিন্স। তবে ম্যাচের ৭৮ মিনিটে গোল খেয়ে যায় মোহনবাগান। সাময়িক অস্বস্তি কাটিয়ে লিড বাড়াতে বেশি সময় নেয়নি মোহনবাগান। ৮৫ মিনিটে দিমিত্রি পেত্রোতসের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন আনোয়ার আলি। শেষ অবধি ৩-১ ফলাফল স্বস্তিতে রাখে মোহনবাগানকে।
অন্যদিকে এ এফ সি কাপের অন্য ম্যাচে মলদ্বীপের ঈগল এফসিকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশের আবাহনী ক্লাব।২২ অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে আবাহনীর বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট।
FT | 🇮🇳 Mohun Bagan Super Giant 3️⃣-1️⃣ Machhindra FC 🇳🇵
Mohun Bagan Super Giant get past Machhindra FC and will face 🇧🇩's Abahani Limited Dhaka in the South Zone Playoff! pic.twitter.com/bVjGKxqlwF
— #AFCCup (@AFCCup) August 16, 2023